অ্যামেচার গলফে বিজয়ীর জন্য ভিভো’র বিশেষ উপহার

২০ ডিসেম্বর ২০২৫, ০৮:৪১ PM
অ্যামেচার গলফে বিজয়ীর জন্য ভিভো’র বিশেষ উপহার

অ্যামেচার গলফে বিজয়ীর জন্য ভিভো’র বিশেষ উপহার © সংগৃহীত

ভিভো বাংলাদেশের পাওয়ার পার্টনারশিপে এবং বাংলাদেশ গলফ ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত ৩৯তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ নারী ও পুরুষ উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ।

চার দিনব্যাপী কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে বাংলাদেশসহ মোট আটটি দেশ। যেখানে পুরুষ দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ‘সি’ দল (মো. আবদুল কাদের ও শরীফ হোসেন) এবং রানারআপ হয় বাংলাদেশ ‘এ’ দল (আবু বকর সিদ্দিক ও শফিকুল ইসলাম) ।

নারী দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ‘এ’ দল (সোনিয়া আক্তার ও রিংকি আক্তার), আর রানারআপ হয় বাংলাদেশ নারী ‘বি’ দল (নাসিমা আক্তার ও জাইমা বিনতে হোসেন) । একই সঙ্গে একক ইভেন্টে শিরোপা জিতেছেন বাংলাদেশের শরীফ হোসেন ও সোনিয়া আক্তার।

বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ গলফ ফেডারেশনের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

এছাড়াও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ভাইস প্রেসিডেন্ট হাফিজুর রহমান; সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ সাইদ সিদ্দিকী। ভিভো বাংলাদেশের সিনিয়র ম্যানেজার (করপোরেট) আহসান রাজীব; টুর্নামেন্ট ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবিদুর রেজা খান; যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম ফকিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পাওয়ার পার্টনার হিসেবে টুর্নামেন্টের সঙ্গে যুক্ত ভিভো বাংলাদেশ। টুর্নামেন্টে বিজয়ীর হাতে উপহার হিসেবে ভিভো তুলে দেয় তাদের নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস এক্স৩০০ প্রো এবং জাইসের সঙ্গে নির্মিত ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট। এছাড়াও, হোল ইন ওয়ান হিসেবে নির্বাচিত গলফারের হাতে তুলে দেওয়া হয় বিশেষ উপহার।

পাশাপাশি আন্তর্জাতিক গলফকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে তুলে ধরতে পুরো আয়োজনে ব্যবহার করা হয় ভিভোর ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স৩০০ প্রো। টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ও মাঠের দূরবর্তী অ্যাকশন শট ও বিশেষ হাইলাইট ধারণ করা এক্স৩০০ প্রো-এর ২০০ মেগাপিক্সেলের জাইস এপিও টেলিফটো লেন্স ও জাইস-এর সঙ্গে তৈরি ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট ব্যবহার করে। যা ফ্রেমবন্দি করে গলফার এবং আয়োজকদের উপহার দেওয়া হয়। এক্স৩০০ প্রো এর তোলা ছবিগুলো পেয়ে সবাই অত্যন্ত আনন্দিত হন। ভিভো এক্স৩০০ প্রো এর অসাধারণ ক্যামেরা পারফরম্যান্স দেখে মুগ্ধ ও অবাক হন সবাই।

ভিভো বাংলাদেশের পাওয়ার পার্টনারশিপে আয়োজিত এই চ্যাম্পিয়নশিপ আন্তর্জাতিক গলফে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করার পাশাপাশি দেশের ক্রীড়া উন্নয়ন ও তরুণ প্রতিভা বিকাশে প্রযুক্তিনির্ভর একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

বেরোবি কেন্দ্রে মোবাইল ও পকেট রাউটারসহ পরীক্ষার্থী আটক
  • ১৭ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২
  • ১৭ জানুয়ারি ২০২৬
শেষ মুহূর্তে সমঝোতা ভেঙে গেল কেন, কারণ জানালেন ইসলামী আন্দো…
  • ১৭ জানুয়ারি ২০২৬
লক্ষ্মীপুরে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্…
  • ১৭ জানুয়ারি ২০২৬
উদ্ভাবন ও প্রভাবের যাত্রায় আবারও বিইউপি প্রাঙ্গণে হাল্ট প্র…
  • ১৭ জানুয়ারি ২০২৬
নুরের আসনে বিদ্রোহী প্রার্থী, আরও কঠোর সিদ্ধান্ত নিল বিএনপি
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9