বিটিআরসি ভবনের সামনে জড়ো হচ্ছেন মোবাইল ব্যবসায়ীরা

বিটিআরসি ভবনের সামনে জড়ো হচ্ছেন মোবাইল ব্যবসায়ীরা
বিটিআরসি ভবনের সামনে জড়ো হচ্ছেন মোবাইল ব্যবসায়ীরা  © টিডিসি ফটো

সিন্ডিকেট প্রথা বিলোপ ও মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করাসহ বিভিন্ন দাবিতে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন মোবাইল ব্যবসায়ীরা। আজ রবিবার (৭ ডিসেম্বর) সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে এসে জড়ো হতে থাকেন তারা। এছাড়া পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ থেকে অনির্দিষ্টকালের জন্য মোবাইল দোকান বন্ধ রয়েছে।

মোবাইল বিজনেস বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, ‘আমারা সরকারকে আলোচনায় বসতে বলেছিলাম। তাতে সংশ্লিষ্টরা সাড়া দেননি। তাই আজকের এই কর্মসূচি। সারাদেশ থেকে ব্যবসায়ীরা আসছেন। অন্তত ২০ হাজার ব্যবসায়ী এখানে উপস্থিত হবেন।’

সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সঙ্কটের সমাধান চান মন্তব্য করে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সভাপতি মো. আসলাম বলেন, আমরা সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বসতে চাই। আমরা বিভিন্ন দাবি ও প্রস্তাবনা দিয়েছি। সরকারের সঙ্গে বসতে একটা ভালো সমাধান আসবে। কিন্তু আলোচনা না করেই এভাবে বন্ধ করে দিলে আমরা কোথায় যাবো ?

তিনি বলেন, আমরা এই ব্যবসার জন্য কোটি কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছি। সেই টাকা তো পরিশোধ করতে হবে। মাঝপথে ব্যবসা বন্ধ হলে আমরা রাস্তায় বসে যাবো। সরকারের উচিত হবে সব অংশীদারদের সঙ্গে বসে সময় নিয়ে আলোচনার মাধ্যমে একটি সমাধানের রূপরেখা প্রণয়ন করা।

এর আগে গত ৩০ নভেম্বর দাবি আদায়ে সারাদেশে মোবাইল ফোনের দোকান বন্ধ রাখেন ব্যবসায়ীরা। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারের দাবিতে গত ২৯ নভেম্বর রাতে এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেয় এমবিসিবি।


সর্বশেষ সংবাদ