আধুনিক ও স্মার্ট পণ্য নিয়ে আত্মপ্রকাশ করল ‘ইনোভার’

১০ নভেম্বর ২০২৫, ১০:৪১ AM , আপডেট: ১০ নভেম্বর ২০২৫, ১১:১০ AM
আধুনিক ও স্মার্ট পণ্য নিয়ে আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ‘ইনোভার’-এর ব্র্যান্ড লঞ্চ ইভেন্ট

আধুনিক ও স্মার্ট পণ্য নিয়ে আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ‘ইনোভার’-এর ব্র্যান্ড লঞ্চ ইভেন্ট © সংগৃহীত

সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে জীবন, সেই সাথে বদলে যাচ্ছে মানুষের প্রতিদিনের প্রয়োজন। সেই প্রয়োজনের সঙ্গে তাল মিলিয়ে নির্ভরযোগ্য, আধুনিক ও স্মার্ট সব পণ্য নিয়ে এলো আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড- ইনোভার। যা মানুষের প্রতিদিনের জীবনকে করবে আরো সহজ ও স্মার্ট। 

শনিবার (৮ নভেম্বর) ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে ইনোভার-এর ব্র্যান্ড লঞ্চ ইভেন্ট। ইলেকট্রিক্যালস, হোম অ্যাপ্লায়েন্স, ওয়াটার পাম্প, ও টুলস – সব ক্যাটাগরিতেই ইনোভার নিয়ে এসেছে আধুনিক ও স্মার্ট প্রযুক্তির নিশ্চয়তা, যা ঘরের বা বাইরের দৈনন্দিন জীবনের কাজকে করবে আরো সহজ ও কার্যকর। 

এ প্রসঙ্গে আকিজ রিসোর্সের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন বলেন, ‘আকিজ রিসোর্স শুধু একটি কর্পোরেট হাউজ নয়, বরং মানুষের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের অঙ্গীকার। আমাদের লক্ষ্য, সময়ের সাথে তাল মিলিয়ে মানুষের লাইফকে আরও বেশি ডিজিটালাইজড এবং স্মার্ট করার মাধ্যম তৈরি করে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘ইনোভার বিশ্বাস করে, প্রতিটি মানুষের জীবনেই রয়েছে নতুন সম্ভাবনা। আর সেই সম্ভাবনার পথে এগিয়ে যেতে মানুষকে রেডি রাখতে ইনোভার প্রস্তুত আছে সবসময়।’

আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার মাসুদ আল আমিন রাজীব বলেন, ‘আমরা বিশ্বাস করি, মানুষ প্রতিদিনের লাইফে নতুন কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়। ইনোভার সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার পথ সহজ করে তুলতে চায়, যেন মানুষ রেডি থাকে প্রতিটি মুহূর্তে। সেই লক্ষ্যেই ইনোভারের সব পণ্যে সর্বোচ্চ মান নিশ্চিত করা হয়েছে। আমরা আশাবাদী যে মানুষ তাদের প্রতিদিনের প্রয়োজনে ইনোভারের প্রোডাক্ট আস্থার সাথে ব্যবহার করবে।’

আরও পড়ুন: তিন দাবি নিয়ে আজ অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসছেন প্রাথমিক শিক্ষকরা

এই ইভেন্টের অন্যতম আকর্ষণ ছিলো- এলইডি ট্রোন ড্যান্স শো ও ইন্টারঅ্যাকটিভ এলইডি পারফরম্যান্স এবং স্যান্ড আর্ট স্টোরি, যার মাধ্যমে জনাব শেখ আকিজ উদ্দিন এর সাফল্যগাঁথা প্রদর্শিত হয়। এছাড়াও, ইনোভারের থিম সং পরিবেশন করেন জনপ্রিয় গায়িকা মাশা ও লাইভ মিউজিক পারফরম্যান্স করেন আনিকা ও সাব্বির। ইভেন্টের রেজিস্ট্রেশন, এন্ট্রি ম্যানেজমেন্ট, র‍্যাফেল ড্র, গিফট ডিস্ট্রিবিউশন সহ বিভিন্ন আয়োজন ছিল পুরোপুরি অনলাইনভিত্তিক যা নিশ্চিত করে সুষ্ঠু ব্যবস্থাপনা।  

ইভেন্টে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের চেয়ারম্যান ফারিয়া হোসাইন, ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন, সিবিডিও মোহাম্মদ তৌফিক হাসান, ক্লাস্টার চীফ ফাইন্যান্সিয়াল অফিসার কাজী মোত্তাকিন হোসেন, ডেপুটি চিফ অপারেটিং অফিসার সোহানুর রহমান সোহান। 

আরও উপস্থিত ছিলেন আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার মাসুদ আল আমিন রাজিব, হেড অফ মার্কেটিং মো. সাজ্জাদুল ইসলাম, হেড অফ অপারেশন মোহাম্মদ তৌহিদুল ইসলাম ফয়সাল সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সম্মানিত ডিলার, ডিস্ট্রিবিউটর, বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিদেশি ডেলিগেটসসহ অন্যান্য গণ্যমান্য অতিথিবৃন্দ। 

তাদের প্রতিটি পণ্য, সময় ও প্রযুক্তির সঠিক সমন্বয়ে প্রতিদিনের জীবনকে আরো সহজ, স্মার্ট ও নির্ভরযোগ্য করে তুলতে ইনোভা প্রতিশ্রুতিবদ্ধ। 

লাইনে দুর্ঘটনা, রাজধানীর কয়েকটি এলাকায় গ‍্যাস বন্ধ
  • ১৪ জানুয়ারি ২০২৬
১১ দলের চূড়ান্ত প্রার্থী ঘোষণা বুধবার বিকাল সাড়ে ৪ টায়
  • ১৪ জানুয়ারি ২০২৬
তিন শর্ত মেনে অঙ্গীকারনামা দিতে হবে প্রার্থীদের, প্রত্যাখ্য…
  • ১৪ জানুয়ারি ২০২৬
পর্দা নামলো ঢাবির এফ এইচ হল ষোড়শ জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের
  • ১৪ জানুয়ারি ২০২৬
জমি বিক্রির টাকা না দেওয়ায় বাবা-মাকে জ্যান্ত কবরের চেষ্টা
  • ১৪ জানুয়ারি ২০২৬
নিকাব নিয়ে বিএনপি নেতার মন্তব্যের প্রতিবাদে জবি ছাত্রীসংস্থ…
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9