সোনা ও রূপার দাম আরও কমল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৯:৩১ PM
দেশের বাজারে আবারও কমেছে সোনা ও রূপার দাম। ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ৪৭১৩ টাকা দাঁড়িয়েছে ২ লক্ষ ৪ হাজার ২৮৩ টাকায়। আর একই পরিমাণ রূপার দাম কমেছে ১ হাজার ২২৫ টাকা। ২২ ক্যারেটের এক ভরি রূপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২৪৫ টাকা।
আজ সোমবার (২৭ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সর্বসম্মতিক্রমে আগামীকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের মূল্য নির্ধারণ করা হয়।
নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট ক্যাডমিয়াম স্বর্ণের এক ভরির দাম ২ লক্ষ ৪ হাজার ২৮৩ টাকার পাশাপাশি ২১ ক্যারেটের এক ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ ৯৪ হাজার ৯৯৮ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের জন্য গুণতে হবে ১ লক্ষ ৬৭ হাজার ১৪৫ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ ৩৮ হাজার ৯৪১ টাকা।
রূপার ক্ষেত্রে ২২ ক্যারেটের এক ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২৪৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৪৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬০১ টাকা।