সিঙ্গাপুরের দুই হাসপাতালে ব্যবহৃত হচ্ছে ওয়ালটনের চিলার এসি

২২ অক্টোবর ২০২৫, ০৪:৪৫ PM
ওয়ালটনের স্মার্ট ইনভার্টার প্রযুক্তি-সমৃদ্ধ এয়ার কুল্ড চিলার এসি এখন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে ব্যবহৃত হচ্ছে

ওয়ালটনের স্মার্ট ইনভার্টার প্রযুক্তি-সমৃদ্ধ এয়ার কুল্ড চিলার এসি এখন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে ব্যবহৃত হচ্ছে © সংগৃহীত

বাংলাদেশের সুপারব্র্যান্ড ও বৈশ্বিক ইলেকট্রনিকস জায়ান্ট ওয়ালটনের স্মার্ট ইনভার্টার প্রযুক্তি-সমৃদ্ধ এয়ার কুল্ড চিলার এসি এখন সিঙ্গাপুরের দুটি বিখ্যাত হাসপাতাল—মাউন্ট এলিজাবেথ হাসপাতাল এবং জেনারেল হাসপাতালে ব্যবহৃত হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, এটি শুধু বাংলাদেশের রপ্তানি খাতের জন্যই নয়, বরং দেশের প্রযুক্তিগত উন্নয়ন, অগ্রগতি এবং উচ্চ প্রযুক্তিপণ্য উৎপাদন ও বিশ্ববাজারে বিপণনের সক্ষমতা প্রদর্শনের এক মাইলফলক।

সূত্র জানায়, সিঙ্গাপুরের খ্যাতনামা এয়ার কন্ডিশনিং প্রতিষ্ঠান এবং ওয়ালটনের ব্যবসায়িক অংশীদার ফ্লেয়ার এমঅ্যান্ডই প্রাইভেট লিমিটেড ইতোমধ্যে জেনারেল হাসপাতালের প্রসেস কুলিং সেকশনে ওয়ালটনের স্মার্ট ইনভার্টার চিলার স্থাপন করেছে। প্রতিষ্ঠানটি মাউন্ট এলিজাবেথ হাসপাতালেও ওয়ালটন চিলার স্থাপন করছে।

ওয়ালটন এসির প্রধান ব্যবসায় কর্মকর্তা (সিবিও) মো. তানভীর রহমান জানিয়েছেন, আগে এয়ার কন্ডিশনার তৈরির কাঁচামাল সিঙ্গাপুর থেকে আমদানি করা হতো। এখন সেই দেশের বিখ্যাত হাসপাতালে ওয়ালটনের এসি স্থাপন করা নিঃসন্দেহে শুধু ওয়ালটনের জন্যই নয়, বরং বাংলাদেশের জন্যও এক গর্বের বিষয়। ফ্লেয়ার এমঅ্যান্ডই প্রাইভেট লিমিটেড সিঙ্গাপুরের বিভিন্ন অবকাঠামোতেও ওয়ালটন ব্র্যান্ডের চিলার ও ভিআরএফ (ভেরিয়েবল রেফ্রিজারেন্ট ফ্লো) এসি স্থাপন করছে।

উল্লেখ্য, শুধু চিলার নয়, বাংলাদেশে ওয়ালটনই প্রথম ও একমাত্র ভিআরএফ এয়ার কন্ডিশনার নির্মাতা, যারা ২০২০ সালে দেশের প্রথম ভিআরএফ এসি উৎপাদন কারখানা উদ্বোধন করে। এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বের নবম দেশ হিসেবে নিজস্ব ভিআরএফ এসি উৎপাদন সক্ষমতা অর্জন করেছে। বর্তমানে ওয়ালটন আবাসিক ও বাণিজ্যিক এয়ার কন্ডিশনার খাতে ব্যাপক বিনিয়োগ করছে এবং গবেষণা ও উদ্ভাবন খাতেও বড় ধরনের বিনিয়োগ অব্যাহত রেখেছে। এর ধারাবাহিকতায় ওয়ালটন তাদের পণ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), আইওটি (IoT) এবং পরিবেশবান্ধব শক্তি সাশ্রয়ী প্রযুক্তি যুক্ত করছে।

ভিআরএফ এসির বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে—ব্রেইজড প্লেট হিট এক্সচেঞ্জার (BPHE) প্রযুক্তি যা উন্নত কুলিং নিশ্চিত করে, রেফ্রিজারেন্ট পিসিবি কুলিং প্রযুক্তি যা মাদারবোর্ডের অতিরিক্ত তাপমাত্রা রোধ করে সিস্টেমের স্থায়িত্ব বৃদ্ধি করে। এটি বড় ও জটিল প্রকল্পের জন্য আদর্শ, যেখানে ১৩০% কম্বিনেশন রেশিও এবং ১০০ মিটার পর্যন্ত পাইপের দৈর্ঘ্য সমর্থন করে। অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে অটো ডাস্ট রিমুভাল, লোড শেয়ারিং টেকনোলজি ইত্যাদি।

চিলারগুলোর বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ইনভার্টার কমপ্রেসর, স্মার্ট কন্ট্রোল সিস্টেম (PLC এবং টাচ স্ক্রিন), অপারেশনের সময় কম শব্দ এবং স্বয়ংক্রিয় সুরক্ষা ব্যবস্থা। ওয়ালটন এসি আন্তর্জাতিক ও স্থানীয় সার্টিফিকেশন যেমন ISO 14001, RoHS, ISO 45001, CE, BSTI অনুসারে তৈরি হয়। নিরাপত্তা নিশ্চিত করতে পণ্যগুলো NUSDAT-UTS ল্যাবে পরীক্ষা করা হয়, যা উচ্চমানের নিরাপত্তা ও গুণমান নিশ্চিতে সহায়তা করে। এসব পদক্ষেপ ওয়ালটনের টেকসইতা ও ব্যবহারকারীর নিরাপত্তার প্রতি অঙ্গীকারের প্রতিফলন।

বর্তমানে ওয়ালটন রপ্তানি বাজার সম্প্রসারণে মনোনিবেশ করছে, যার লক্ষ্য হলো বাংলাদেশকে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলে বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ডে পরিণত হওয়া। এই লক্ষ্যে ওয়ালটন বিশ্বের ১০০টিরও বেশি দেশে ব্র্যান্ড ব্যবসা সম্প্রসারণে কাজ করছে। বর্তমানে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকাসহ ৫০টিরও বেশি দেশে ওয়ালটন তাদের পণ্য রপ্তানি করছে।

এ ছাড়া ওয়ালটন ভিআরএফ, চিলার ও বাণিজ্যিক এসি রপ্তানির মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

হিট অফিসার বুশরাকে দুদকের জিজ্ঞাসাবাদ, নেপথ্যে কী
  • ১৫ জানুয়ারি ২০২৬
পথিকৃৎ থেকে অনুকরণীয় এক মডেল বিশ্ববিদ্যালয়
  • ১৫ জানুয়ারি ২০২৬
দুই বছরের মুনাফা পাবেন না সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা
  • ১৫ জানুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় সপরিবারে তারেক র…
  • ১৫ জানুয়ারি ২০২৬
জনে জনে ফ্যামিলি কার্ড-কৃষি কার্ড বিতরণ বন্ধের দাবি জামায়াত…
  • ১৫ জানুয়ারি ২০২৬
পে-স্কেল আদায়ে কাল মাঠে নামছে সরকারি চাকরিজীবীরা
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9