ওয়ালটন আইটি পণ্য ও এক্সেসরিজ কিনলেই ই-বাইক জেতার সুযোগ

‘ওয়ালটন কম্পিউটার ডাবল ধামাকা অফার’ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথি আদিল হোসেন নোবেল ও ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা
‘ওয়ালটন কম্পিউটার ডাবল ধামাকা অফার’ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথি আদিল হোসেন নোবেল ও ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা  © সংগৃহীত

দেশের সুপারব্র্যান্ড ও প্রযুক্তি জায়ান্ট ওয়ালটন ঘোষণা দিয়েছে ‘ডাবল ধামাকা অফার’। এই ক্যাম্পেইনের আওতায় ওয়ালটন ডেস্কটপ, ল্যাপটপ, অল-ইন-ওয়ান পিসি, ট্যাবলেট, প্রিন্টার ও স্পিকার ক্রেতারা পাবেন ওয়ালটন ট্যাকিয়ন লিও ই-বাইক জেতার সুযোগ। একই সঙ্গে থাকবে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ছাড় অথবা গ্যারান্টিযুক্ত উপহার। দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, অফিসিয়াল ওয়েবসাইট ও অনুমোদিত পরিবেশক আউটলেট থেকে ওয়ালটন আইটি পণ্য ও এক্সেসরিজ কিনলে এসব সুবিধা পাওয়া যাবে। এ অফার চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে গত শনিবার (২৭ সেপ্টেম্বর) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ‘ওয়ালটন কম্পিউটার ডাবল ধামাকা অফার’-এর ঘোষণা দেওয়া হয়।

উল্লেখ্য, ওয়ালটন ডিজি-টেক বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য উৎপাদন, বিপণন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। হাইটেক পণ্য উৎপাদনে ‘মেড ইন বাংলাদেশ’ ধারণাকে বাস্তবে রূপ দিয়েছে ওয়ালটন। দেশব্যাপী বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, বিশ্বমানের টেকনিক্যাল দক্ষতা, গবেষণা ও উদ্ভাবনী ইউনিট এবং প্রযুক্তিগত উৎকর্ষের প্রতিশ্রুতি ওয়ালটনকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। অন্যান্য ডিভাইসের পাশাপাশি সম্প্রতি যুক্তরাষ্ট্রে মাদারবোর্ড (পিসিবিএ) রপ্তানি শুরু করেছে প্রতিষ্ঠানটি।

ওয়ালটন ডিজি-টেক বর্তমানে ৪৪ ধরনের আইটি পণ্য তৈরি ও বাজারজাত করছে। এর মধ্যে রয়েছে ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি, ইলেকট্রিক বাইক, ট্যাব, প্রজেক্টর, ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে, প্রিন্টার, টোনার, ইউপিএস, সিসিটিভি, এক্সেস কন্ট্রোল, কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, ওয়াই-ফাই রাউটার, নেটওয়ার্ক সুইচ, ইউএসবি হাব, কার্ড রিডার, ওয়েবক্যাম, স্পিকার, ইয়ারফোন, হেডফোন, এসএসডি, এক্সটার্নাল এসএসডি, র‌্যাম, কুলার, পাওয়ার সাপ্লাই, পিসিবিএ, মেমোরি কার্ড, পাওয়ার ব্যাংক, স্মার্ট ওয়াচ, স্মার্ট ফিটনেস স্কেল, ডিজিটাল রাইটিং প্যাড, ইউএসবি, টাইপ-সি ও এইচডিএমআই কেবল এবং কনভার্টার প্রভৃতি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও অ্যাকসেন্টেক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আদিল হোসেন নোবেল। এছাড়া ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তৃতাকালে আদিল হোসেন নোবেল বলেন, ‘ওয়ালটন একটি স্বীকৃত ইলেকট্রনিক্স ও প্রযুক্তি ব্র্যান্ড, যা আমাদের গর্বিত করেছে। ওয়ালটন বিশ্বের অত্যাধুনিক স্মার্ট পণ্য তৈরি করছে, যা আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম। ওয়ালটন বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে। আমরা আশা করি, ওয়ালটন আরও এগিয়ে যাবে এবং বাংলাদেশকে প্রযুক্তিপণ্য উৎপাদনের গ্লোবাল হাবে পরিণত করবে।’

ওয়ালটন কম্পিউটার পণ্যের প্রধান ব্যবসা কর্মকর্তা তৌহিদুর রহমান রাদ বলেন, ‘আমরা ইতিমধ্যেই এক্সক্লুসিভ অফার, এক্সচেঞ্জ অফারসহ নানা সুবিধা দিয়েছি, যা ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এর ধারাবাহিকতায় আমরা ঘোষণা দিয়েছি ডাবল ধামাকা অফার। এই অফারের আওতায় ওয়ালটন ব্র্যান্ডের কম্পিউটার পণ্য বা এক্সেসরিজ কিনে ক্রেতারা নিশ্চিত উপহার বা আকর্ষণীয় ছাড় পাবেন এবং ই-বাইক জেতার সুযোগও থাকছে। আমরা আশা করি, এই অফার ক্রেতাদের মধ্যে দারুণ সাড়া ফেলবে।’


সর্বশেষ সংবাদ