ভুয়া অ্যাপ-ওয়েবসাইটে ঋণ দেওয়ার প্রলোভন, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৬:৩৯ PM
বাংলাদেশ ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নাম এবং লোগো ব্যবহার করে বিভিন্ন ঋণ প্রদান সংক্রান্ত ভুয়া অ্যাপ ও ওয়েবসাইট পরিচালিত হচ্ছে। এসব অ্যাপ ও ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের মাধ্যমে নাম, ঠিকানা, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ই-মেইল ঠিকানা ও জাতীয় পরিচয়পত্রের নম্বরের মতো সংবেদনশীল তথ্য হাতিয়ে নিচ্ছেন প্রতারকরা।
এসব ওয়েবসাইট ও অ্যাপের বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, https://dbbloan.com, https://bblloan.com ও https://www.bdloan71.com নামে ঋণ প্রদান সংক্রান্ত ভুয়া অ্যাপ ও ওয়েবসাইট পরিচালিত হচ্ছে, যার সাথে বাংলাদেশ ব্যাংক কিংবা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই। এসব অ্যাপ ও ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের মাধ্যমে নাম, ঠিকানা, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ই-মেইল ঠিকানা ও জাতীয় পরিচয়পত্রের নম্বরের ন্যায় সংবেদনশীল তথ্য সংগৃহীত হচ্ছে, যার অবৈধ ব্যবহারের ফলে জনসাধারণ আর্থিক প্রতারণার শিকার হতে পারেন কিংবা বিভিন্ন আইনগত ঝুঁকিতে পড়তে পারেন।
এতে আরও বলা হয়েছে, আর্থিক ক্ষতি ও আইনি ঝুঁকি এড়ানোর লক্ষ্যে সবাইকে উপরের কিংবা এ ধরনের অন্য কোনো ভুয়া অ্যাপ ও ওয়েবসাইটে যে কোনো ধরনের সংবেদনশীল তথ্য প্রদান এবং আর্থিক লেনদেন হতে বিরত থাকার পরামর্শ দেয়া যাচ্ছে।
পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪ এর ১৫(২) ধারা অনুসারে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ব্যতিরেকে জনসাধারণের নিকট হতে বিনিয়োগ গ্রহণ কিংবা ঋণ প্রদানের উদ্দেশ্যে কোনোরূপ অনলাইন বা অফলাইন প্ল্যাটফর্ম পরিচালনা করা আইনের ধারা ৩৭(১) অনুযায়ী একটি অপরাধ, যার জন্য কোনো ব্যক্তি ০৫ বছর কারাদণ্ড বা ৫০ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন। এ ধরণের অপরাধমূলক কার্যক্রম পরিহারের জন্য সবাইকে নির্দেশ দেয়া যাচ্ছে।