২২ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ইতিবাচক ধারায় ফিরেছে। মঙ্গলবার (১৮ জুন) কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২২ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলারে, যা গত ২২ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০২৩ সালের আগস্টে রিজার্ভ ছিল ২৩ দশমিক ২৫ বিলিয়ন ডলার।

রেমিট্যান্স প্রবাহে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগীদের ঋণ প্রাপ্তি রিজার্ভ বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সরকার পরিবর্তনের সময়, অর্থাৎ ২০২3 সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনে রিজার্ভ ছিল ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। এরপর ধীরে ধীরে তা বাড়তে শুরু করে এবং ২০২৪ সালের ৩০ এপ্রিল তা বেড়ে দাঁড়ায় ২২ দশমিক ০৪ বিলিয়ন ডলারে।

তবে গত ৬ মে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) ১৮৮ কোটি ডলারের পরিশোধের ফলে রিজার্ভ আবার কিছুটা কমে গিয়ে দাঁড়ায় ২০ দশমিক ১৮ বিলিয়নে। সেখান থেকে আবারও ঘুরে দাঁড়িয়ে রিজার্ভ অতিক্রম করল ২২ বিলিয়ন ডলারের মনস্তাত্ত্বিক সীমা।


সর্বশেষ সংবাদ