স্বাস্থ্য ও পরিবার কল্যাণে বাজেটে বরাদ্দ ৪১ হাজার ৯০৮ কোটি টাকা

০২ জুন ২০২৫, ০৪:১২ PM , আপডেট: ০৩ জুন ২০২৫, ০৩:৩৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত

আজ সোমবার (২ জুন) দুপুর ৩টা থেকে আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা শুরু করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য ৪১ হাজার ৯০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর আগের অর্থবছর—২০২৪-২৫ সালে এ খাতে বরাদ্দ ছিল ৪১ হাজার ৪০৭ কোটি টাকা।

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, দক্ষ জনবল নিয়োগ এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিতকরণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বাজেট উপস্থাপনের সময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ২০৩০ সালের মধ্যে সকল নাগরিককে সার্বজনীন স্বাস্থ্যসেবার আওতায় আনার লক্ষ্যে স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো হচ্ছে। এর অংশ হিসেবে চিকিৎসক, সেবিকা, টেকনিশিয়ান, ফার্মাসিস্ট ও স্বাস্থ্য সহকারীদের নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করা হয়েছে। পাশাপাশি শূন্য পদ পূরণ ও প্রয়োজনীয় পদ সৃষ্টির জন্য সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

দরিদ্র জনগোষ্ঠীর বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করতে অতিরিক্ত ৪ হাজার ১৬৬ কোটি টাকা এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচির জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বাজেট বক্তব্যে আরও বলা হয়, আন্তর্জাতিক শ্রমবাজারে কেয়ারগিভারদের চাহিদা বিবেচনায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ খাতে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে একদিকে বৈদেশিক কর্মসংস্থান বাড়ানো এবং অন্যদিকে রেমিট্যান্স আয়ের নতুন সুযোগ তৈরির কথা বলা হয়েছে।

এ লক্ষ্যে কেয়ারগিভারদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, নার্সিং শিক্ষায় পিএইচডি কোর্স চালু এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদানের জন্য নার্স শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনাও বিবেচনায় রয়েছে।

 

পাকিস্তানে ইউটিউবার-সাংবাদিকসহ ৭ জনের ‘ডাবল’ যাবজ্জীবন কারা…
  • ০৩ জানুয়ারি ২০২৬
চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ৬০ জন …
  • ০৩ জানুয়ারি ২০২৬
‘একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন’
  • ০৩ জানুয়ারি ২০২৬
‘ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে …
  • ০৩ জানুয়ারি ২০২৬
মানবিক কাজের মাধ্যমে নতুন বছরকে বরণ রুয়েট শিক্ষার্থীদের
  • ০৩ জানুয়ারি ২০২৬
জাতিসংঘের এসডিজি চ্যাম্পিয়নশিপে স্বীকৃতি পেলেন ড্যাফোডিল শি…
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!