এমপিও শিক্ষকদের জন্য আজ খোলা ৪ ব্যাংক, ২ ঘণ্টায় টাকা তোলা নিয়ে সংশয়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৯:০২ AM , আপডেট: ২৮ মার্চ ২০২৫, ০৯:০২ AM

সাপ্তাহিক ছুটির দিনেও এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন ও উৎসবভাতা পরিশোধের জন্য রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংক খোলা থাকবে আজ। শুক্রবার (২৮ মার্চ) সকাল ১০টা থেকে সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকে মাত্র দুই ঘণ্টার জন্য লেনদেন কার্যক্রম চালু থাকবে। এই সংক্ষিপ্ত সময়ে সাড়ে তিন লাখেরও বেশি শিক্ষক-কর্মচারী টাকা উত্তোলন করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৭ মার্চ) চার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের ঈদুল ফিতরের আগেই বেতন-ভাতা তোলার সুবিধার্থে এসব ব্যাংকের সংশ্লিষ্ট শাখা শুক্রবার খোলা থাকবে। সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত রাষ্ট্রায়াত্ত এসব ব্যাংক খোলা থাকবে বলে চিঠিতে জানানো হয়েছে। এ সময়ের মধ্যে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লেনদেন করা যাবে। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জুমাতুল বিদার বিরতি থাকবে।
এদিকে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তীব্র ক্ষোভের মুখে শেষসময়ে এসে বিশেষ ব্যবস্থাপনায় একদিন অতিরিক্ত ব্যাংক খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয় শিক্ষা মন্ত্রণালয়। তবে এসব উদ্যোগ লোকদেখানো বলেও অভিহিত করেছেন বেতন ও উৎসবভাতা বঞ্চিত শিক্ষকরা। তারা বলছেন, মাত্র দুই ঘণ্টা সময়ের মধ্যে অনেক শিক্ষকই বেতন তুলতে পারবেন না।
এমপিও শিক্ষকদের অভিযোগ, শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অবহেলা, অদক্ষতা ও নিষ্ঠুরতার শিকার সাড়ে তিন লাখের বেশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী। তাদের সরকারি সহকর্মীরা মার্চ মাসের বেতন ও উৎসবভাতার টাকা পেয়ে গেছেন। অথচ ইএফটি নামক জুজু দেখিয়ে অনেক বেসরকারি শিক্ষক ডিসেম্বর থেকে বেতন পাচ্ছেন না।