সহকারী শিক্ষকদের শূন্য পদের তথ্য চেয়েছে মাউশি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৮:২৫ AM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৮:২৫ AM
দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের শূন্য পদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত ফর্মে তথ্য পূরণ করে আঞ্চলিক উপপরিচালকদের ইমেইলের মাধ্যমে মাউশির সংশ্লিষ্ট শাখায় পাঠাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) মাউশির সরকারি মাধ্যমিক শাখার সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম টুকু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষক ও সহকারী শিক্ষকদের শূন্য পদের তথ্য নির্ধারিত ছকে নির্ভুলভাবে ২৬ সেপ্টেম্বরের মধ্যে ইমেইলে (dd-sec@dshe.gov.bd ও addshesecondary1@gmail.com) ও হার্ডকপি ডাকযোগের অধিদপ্তরে পাঠানোর জন্য সব অঞ্চলের উপপরিচালকদের অনুরোধ করা হলো।