এইচএসসি পরীক্ষার্থী © ফাইল ফটো
২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। রোববার (১৩ জুন) রাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়।
এর আগে গতকাল শনিবার মাউসি পরিচালক প্রফেসর শাহেদুল খবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অ্যাসইনমেন্ট কার্যক্রম শুরুর কথা জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের কারণে আগামী বছরের এইচএসসি পরীক্ষার্থীদের কলেজে নিয়ে সশরীরে ক্লাস করানো সম্ভব হয়নি। সেজন্য সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে তাদের বাড়ির কাজ প্রণয়ন করা হয়েছে। শিক্ষার্থীদের প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট সংগ্রহ করে যথাযথ ভাবে কলেজে জমা দিতে হবে।
অ্যাসইনমেন্ট দেখতে এখানে ক্লিক করুন