অধ্যক্ষ শূন্য কুমিল্লার দুই সরকারি কলেজ

০৫ মে ২০২১, ০২:১২ PM
কলেজ

কলেজ © লোগো

কুমিল্লায় দুইটি সরকারি কলেজের অধ্যক্ষের পদ শূন্য রয়েছে। কলেজ দুটি হচ্ছে- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ও কুমিল্লা সরকারি কলেজ। এতে ওই দুই কলেজের প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।

জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে শূন্য রয়েছে কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষের পদ। আর ৩০ এপ্রিল থেকে শূন্য রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষের পদ। অধ্যক্ষ না থাকায় ওই দুই কলেজের কাজ ব্যাহত হচ্ছে।

কলেজ সূত্রে জানা গেছে, ওই দুই কলেজে অধ্যক্ষ পদে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। তাদের মধ্যে ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পাওয়ার তালিকায় রয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ আবু জাফর খান ও কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. জামাল নাছের। এছাড়া কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষের পদের তালিকায় রয়েছেন একই কলেজের কৃষিবিজ্ঞান বিষয়ের অধ্যাপক হারুনুর রশিদ পাটোয়ারি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক বাহাদুর হোসেন।

এ বিষয়ে মাউশির কুমিল্লা অঞ্চলের পরিচালক সোমেশ কর চৌধুরী বলেন, পদ শূন্যের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় অবগত রয়েছে। মন্ত্রণালয় আদেশ দিলে শূন্য পদ পূরণ করা হবে।

যৌন হয়রানি, নিপীড়ন, বুলিং ও র‌্যাগিং প্রতিরোধে ঢাবি-ব্র্যাক…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাকা-১৮ আসনে চাঁদাবাজি রুখে দিতে ব্যবসায়ীদের পাশে থাকার ঘোষ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
তাদের নির্বাচিত করুন, যারা বিদেশে বন্ধু তৈরি করবে প্রভু খুঁ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
নির্বাচনের আগেই প্রাথমিকের ১৪৩৮৫ সহকারী শিক্ষক নিয়োগের চূড়া…
  • ২৩ জানুয়ারি ২০২৬
রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশের সময় জানা গেলে
  • ২৩ জানুয়ারি ২০২৬
পূজার অর্জিত বিদ্যা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল…
  • ২৩ জানুয়ারি ২০২৬