সব ছাত্রীকে প্রতি সপ্তাহে আয়রন ট্যাবলেট খাওয়ানো হবে

ছাত্রী
ছাত্রী  © ফাইল ফটো

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সব ছাত্রীদের আয়রন ফলিক ট্যাবলেট (আইএফএ) খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সেজন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আইএফএ সংগ্রহের নির্দেশনা দেয়া হয়েছে।

সোমবার (২৫) জানুয়ারি মাউশি মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কৈশরকালীন পুষ্টি কার্যক্রম নিশ্চিত করতে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যকি পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের প্রতি সপ্তাহে একটি করে আয়রন ফলিক ট্যাবলেট খাওয়ানো হবে। আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর থেকে চাহিদা মোতাবেক আয়রন ফলিক ট্যাবলেট সংগ্রহ করে বিদ্যালয়ে মজুদ রাখতে বলা হলো।

শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আয়রন ফলিক এসিড ট্যাবলেট খাওয়ানোর কার্যক্রম শুরু হবে।


সর্বশেষ সংবাদ