স্কুল-কলেজ শিক্ষকদের মার্চের এমপিওর চেক ব্যাংকে যাচ্ছে আজ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ০৯:০৮ AM , আপডেট: ০৬ অক্টোবর ২০২০, ০৪:৪২ PM
আজ রবিবার বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের এমপিওর চেক ব্যাংকে পাঠানো হচ্ছে। শিক্ষা প্রশাসন সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে। অধিদপ্তরের কর্মকর্তাদের উদাসীনতায় এত দেরি হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষকরা।
এর আগে গত ২৫ মার্চ মাদরাসার শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের এমপিওর চেক ছাড় হয়। অনুদান বণ্টনকারী রাষ্ট্রায়াত্ত চারটি ব্যাংকে চেক পাঠানো হয়েছে।
মাদরাসা শিক্ষকরা আগামী ৯ এপ্রিল পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন। কারিগরির চেকও ছাড় হয়েছে ২৫ মার্চ।