মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে মিড-ডে মিল চালুর উদ্যোগ

০১ আগস্ট ২০১৯, ১১:৪৫ PM

© লোগো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পর দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল চালুর উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। শিক্ষা প্রতিষ্ঠানে মিড-ডে মিল চালুর জন্য দেশের সব জেলা শিক্ষা অফিসারের কাছে আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা চাওয়া হয়েছে। বৃহস্পতিবার মাউশির পরিচালক (মাধ্যমিক) ড. আবদুল মান্নান স্বাক্ষরিত এক আদেশে এই বিষয়ে বলা হয়েছে

আদেশে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল ব্যবস্থা থাকলে শিখন-শেখানো কার্যক্রম অধিকতর ফলপ্রসূ হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসাররা তাদের নিজ জেলার যেসব প্রতিষ্ঠান মিড-ডে মিল চালু করতে চায় তার একটি তালিকা প্রস্তুত করবেন।

এতে আরও বলা হয়, কেবল আগ্রহী শিক্ষার্থীদের জন্য মিডডে মিলের ব্যবস্থা করতে হবে। আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি মিলের জন্য ২০ টাকা নেওয়া যাবে। স্বাস্থ্যসম্মত রান্নার জায়গার ব্যবস্থা থাকতে হবে। রান্না, বাজার ও পরিবেশনের জন্য জনবল থাকতে হবে।

আদেশে এসব বিষয় বিবেচনা করে যেসব শিক্ষা প্রতিষ্ঠান মিড-ডে-মিল চালু করতে আগ্রহী তার একটি তালিকা আগামী ১৫ কর্মদিবসের মধ্যে শিক্ষা অধিদফতরে পাঠাতে জেলা শিক্ষা অফিসারদের নির্দেশ দেওয়া হয়।

এ ব্যাপারে মাউশির পরিচালক (মাধ্যমিক) ড. অধ্যাপক আবদুল মান্নান বলেন, সারাদেশে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল) মিড-ডে মিল চালু করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দুপুরে খাবারের ব্যবস্থা থাকলে শিখন-শেখানো কার্যক্রমে শিক্ষার্থীদের মনোযোগ থাকে। উপস্থিতিও ভালো থাকে। এসব বিবেচনায় প্রথমে আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠানে চালু করা হবে। তবে আমরা দেখতে চাচ্ছি সিঙ্গেল শিফটের কতটি প্রতিষ্ঠান আগ্রহ দেখায়। সিঙ্গেল শিফটের শিক্ষা প্রতিষ্ঠানে দুপুরের খাবার প্রয়োজন। যদি সম্ভব হয়, তাহলে পর্যায়ক্রমে সব শিক্ষা প্রতিষ্ঠানে চালু করার ব্যবস্থা নেওয়া হবে।

ইউনিটপ্রধানদের কর্মস্থল ছাড়তে লাগবে আইজিপির অনুমতি
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাজধানীতে ভবনের ছাদ থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • ২৪ জানুয়ারি ২০২৬
মুড়ি-বাতাসা নিয়ে নির্বাচনী প্রচারণায় এনসিপির প্রার্থী
  • ২৪ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় কালার-ধন মিয়ার গোষ্ঠীর সংঘর্ষ, ১১ নারী গ্রে…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইপিজেড নির্মাণে ব্যবহার হচ্ছে পরিবেশবিধ্বংসী ইট!
  • ২৪ জানুয়ারি ২০২৬
জাবিতে গণধিকার পরিষদের এমপি প্রার্থীর পূজা মণ্ডপ পরিদর্শন
  • ২৪ জানুয়ারি ২০২৬