২৪২ শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত

১৯ মে ২০১৯, ১১:১১ AM

বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসার ২৪২ জন শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। এদের মধ্যে স্কুল-কলেজের ১৪০ জন এবং মাদরাসার ১০২ জন শিক্ষক রয়েছেন। শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র সাংবদিকদের এ তথ্য নিশ্চিত করেছে।

শনিবার (১৮ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত কমিটির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত হয়। প্রতি বিজোড় মাসে এ সভা হয়। পদাধিকার বলে সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

জানা গেছে, স্কুল-কলেজের ১৪০ শিক্ষকের মধ্যে বরিশাল অঞ্চলে ২৫ জন, চট্টগ্রাম ১০, কুমিল্লা ১০, ঢাকা ২৯, খুলনা ২৯, ময়মনসিংহ ৬, রাজশাহী ১২, রংপুর ৮ এবং সিলেট অঞ্চলে ১১ শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি।

এদিকে মাদরাসার ১০২ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলে ১৮ জন, চট্টগ্রাম ৬, কুমিল্লা ৯, ঢাকা ২০, খুলনা ৯, ময়মনসিংহ ১৩, রাজশাহী ৯, রংপুর ১৪ এবং সিলেট অঞ্চলে ৪ শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় এমপিভুক্ত পদে কর্মরত ইনডেক্সবিহীন শিক্ষকদের এমপিওভুক্তি, অভিজ্ঞতার উচ্চতর স্কেল, সহকারী অধ্যাপক পদের স্কেল, টাইমস্কেল ও সিলেকশন গ্রেড, বিএড বা কামিল স্কেল, সহকারী লাইব্রেরিয়ান পদের এমপিওসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

গণঅধিকার পরিষদের এক প্রার্থীর মনোনয়ন পুনর্বহাল
  • ২৪ জানুয়ারি ২০২৬
ফজলুর রহমানের নির্বাচনী জনসভায় চেয়ার ছোড়াছুড়ি
  • ২৪ জানুয়ারি ২০২৬
দায়িত্ব পেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব: জামায়াত আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভোট চুরি ঠেকাতে ১১ ফেব্রুয়ারি থেকে পাহাড়ায় থাকার আহ্বান রুম…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভারতের অধিকাংশ পণ্যের জিএসপি সুবিধা স্থগিত করল ইইউ
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইউনিটপ্রধানদের কর্মস্থল ছাড়তে লাগবে আইজিপির অনুমতি
  • ২৪ জানুয়ারি ২০২৬