মাউশি ডিজি হতে চাওয়া শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের সাক্ষাৎকার শুরু কাল

২৫ অক্টোবর ২০২৫, ১০:৪৩ PM , আপডেট: ২৫ অক্টোবর ২০২৫, ১০:৪৫ PM
মাউশি লোগো

মাউশি লোগো © ফাইল ছবি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) হতে চাওয়া শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সাক্ষাৎকার শুরু হচ্ছে আগামীকাল রবিবার (২৬ অক্টোবর) থেকে। এদিন বিকেলে ছয়জনের সাক্ষাৎকার নেওয়া হবে।

শনিবার (২৫ অক্টোবর) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করে বলেন, রবিবার বিকেল ৩টার পর সাক্ষাৎকার নেওয়া শুরু হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, মাউশির ডিজি হতে শিক্ষা ক্যাডারের ১৪ এবং ১৬ ব্যাচের ৬৩ জন কর্মকর্তা জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। পর্যায়ক্রমে তাদের ভাইভার জন্য ডাকা হবে।

ডিজি পদে নিয়োগে এগিয়ে যারা
মাউশির ডিজি পদে নিয়োগ পেতে জোর তদবির চালাচ্ছেন ঢাকা শিক্ষা বোর্ডের বর্তমান চেয়ারম্যান ড. খন্দকার এহসানুল কবির। নিয়োগ সুপারিশ পেতে বিএনপির হাই কমান্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন তিনি। বিএনপিপন্থী রাজনীতি করা এ অধ্যাপক বোর্ড চেয়ারম্যান হওয়ার আগে যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ ছিলেন। 

মাউশির মনিটরিং অ্যান্ড ইভাল্যুয়েশন উইংয়ের পরিচালক কাজী মো. আবু কাইয়ুম শিশির ডিজির চেয়ার পেতে জোর তদবির চালাচ্ছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা এ অধ্যাপকও ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা যায়। ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন তৎকালীন চার দলীয় জোট সরকারের একজন মন্ত্রীর প্রথমে এপিএস পরে পিএস হিসেবেও দায়িত্ব পালর করেন।

আলোচনায় রয়েছেন মাউশির কলেজ ও প্রশাসন শাখার পরিচালক অধ্যাপক বি এম আব্দুল হান্নান। বর্তমানে তিনি মাউশি মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। মাউশিতে পদায়নের পূর্বে ১৪তম বিসিএসের এ কর্মকর্তা গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন।

মাউশির আরও দুই কর্মকর্তা ডিজির চেয়ার পেতে দৌড়ঝাঁপ করছেন। তারা হলেন-পরিকল্পনা ও উন্নয়ন উইংয়ের পরিচালক ড. এ কিউ এম শফিউল আজম এবং প্রশিক্ষণ শাখার পরিচালক মো. সাঈদুর রহমান। তবে তাদের দুইজনেরই চাকরির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বর মাসে। এছাড়া এ দুই কর্মকর্তা আওয়ামী লীগের সুবিধাভোগী বলে মাউশির একাধিক কর্মকর্তা জানিয়েছেন। বিগত সরকারের আমলে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন তারা।

ডিজি পদের এ দৌঁড়ে রয়েছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমদ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়ও। ঢাকার বড় দুই কলেজের দুই অধ্যক্ষও চালাচ্ছেন তদবির।

ডিজি পদে আলোচনার তালিকায় রয়েছেন ১৬তম বিসিএসের কর্মকর্তা ও মাউশির মাধ্যমিক শাখার বর্তমান পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের নামও। তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বহুল আলোচিত শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের এপিএস হিসেবে দায়িত্ব পালন করেন।

 

ঢাবিতে ৫ দিনব্যাপী শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলার উদ্বোধন
  • ১৮ জানুয়ারি ২০২৬
নিয়োগ ও সনদ জালিয়াতির অভিযোগে বেরোবিতে দুদকের অভিযান
  • ১৮ জানুয়ারি ২০২৬
শাকসু বাতিলের দাবিতে ইসি ঘেরাও কেন্দ্রীয়  ছাত্রদলের, পাল্টা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ইউএনওকে ধমক দেওয়া সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত
  • ১৮ জানুয়ারি ২০২৬
রেডমি নোট ১৫ সিরিজের নতুন ৩ স্মার্টফোন আনলো শাওমি
  • ১৮ জানুয়ারি ২০২৬
অনুষ্ঠিত হলো হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাবের গ্র্যান্ড ফিনালে
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9