যৌন হয়রানি বন্ধে সব শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠনের নির্দেশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ এপ্রিল ২০১৯, ০৩:৩২ PM , আপডেট: ০৬ অক্টোবর ২০২০, ০৪:৪৯ PM
যৌন হয়রানি প্রতিরোধে দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠন করতে নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। হাইকোর্টের রিট পিটিশনের আদেশের প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা দেয়া হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং এর আওতাধীন অফিস ও দেশের সব সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যৌন হয়রানি প্রতিরোধে ৫ সদস্যের কমিটি গঠন করবে বলে আদেশে বলা হয়। যা নিজ নিজ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
এর আগে ২০০৯ সালে আদালত প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে পাঁচ সদস্যের যৌন নিপীড়ন বিরোধী কমিটি করার নির্দেশনা দেন। যেই কমিটির প্রধান হবেন একজন নারী। কিন্তু এখনও বেশিরভাগ প্রতিষ্ঠান আদালতের এই নির্দেশনা মানেনি।