উপাধ্যক্ষসহ ১২ পদে গোপনে নিয়োগ, তদন্তের নির্দেশ মাউশির
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ জুন ২০২৫, ০৬:৪৬ AM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০১:৩০ PM
জামালপুর সদর উপজেলার ড. আব্দুল মজিদ তালুকদার ডিগ্রি কলেজের উপাধ্যক্ষসহ ১২ পদে অতি গোপনে নিয়োগের বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক মো. মাঈন উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ‘জামালপুর সদর, জামালপুর-এ অবস্থিত ড. আব্দুল মজিদ তালুকদার ডিগ্রি কলেজ এর উপাধ্যক্ষ পদসহ মোট ১২টি বিভিন্ন পদে অবৈধভাবে অতি গোপনে নিয়োগ দেওয়ার বিষয়ে অধ্যক্ষ ও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে ২০২৩ সালের ৯ নভেম্বর মাউশিতে রফিকুল ইসলাম অভিযোগ করা হয়। বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও গোপনে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে বলে অভিযোগে বলা হয়।’
এতে বলা হয়, ‘বর্ণিত বিষয়ে প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত মামলা চলমান থাকায় আইন শাখার মতামতের জন্য নথি আইন শাখায় প্রেরণ করা হয়। পরবর্তীতে আইন শাখা বিষয়টি
সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সকলকে পত্র দেয়া যেতে পারে বলে মতামত দেয়।’
নির্দেশনায় আরও বলা হয়, ‘বর্ণিত বিষয়ে ১৫ (পনেরো) কর্মদিবসের মধ্যে সরেজমিন তদন্তপূর্বক সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দাখিলের জন্য উপপরিচালক (কলেজ) ও সহকারী পরিচালক (কলেজ), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ময়মনসিংহ অঞ্চল, ময়মনসিংহ - কে নির্দেশক্রমে মনোনয়োন দেওয়া হলো।’