শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টদের নির্বাচনী প্রচারণায় নিষেধাজ্ঞা

২৯ নভেম্বর ২০১৮, ০৩:১৩ PM

© সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন না। এছাড়া প্রচারণার কাজে ব্যবহৃত সরকারি যানবাহন, সরকারি প্রচারযন্ত্রের ব্যবহার বা এ সংক্রান্ত বিবিধ সুবিধা ভোগ করতে পারবেন না। 

বুধবার জাতীয় নির্বাচনে শিক্ষক-কর্মচারী ও প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের আচরণ বিধিমালা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।  বিধিমালায় এসব বিষয় উল্লেখ করা হয়েছে।  দায়িত্বরত পরিচালনা পর্ষদের সদস্যরা নির্বাচনে অংশগ্রহণ করলে তাকে পদ থেকে অব্যাহতি দেয়া হবে বলেও এতে উল্লেখ রয়েছে। 

মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ শামছুল হুদার স্বাক্ষরিত এ নির্দেশনা জারি করা হয়।  নির্দেশনায় আরও বলা হয়েছে, কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি বা সদস্য হিসেবে দায়িত্বরত ব্যক্তি সেই পদে বহাল থেকে নির্বাচন করতে পারবেন না। জাতীয় নির্বাচন করতে হলে তাকে পরিচালনা পর্ষদ থেকে অব্যাহতি দেয়া হবে। তাকে প্রতিষ্ঠানের সব ধরনের অনুষ্ঠানের সভাপতিত্ব বা অংশগ্রহণসহ শিক্ষাপ্রতিষ্ঠানের সব কার্যক্রমের দায়িত্ব থেকে স্থগিত রাখা হবে।

জাতীয় নির্বাচন আচরণবিধি ১৪(২) এবং ১৪ (৪) ধারা অনুযায়ী এসব আইন মান্য করতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশ দেয়া হয়েছে। এসব নির্দেশ বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নিতেও বলা হয়েছে মাউশির এই নির্দেশনায়।

ইউনিটপ্রধানদের কর্মস্থল ছাড়তে লাগবে আইজিপির অনুমতি
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাজধানীতে ভবনের ছাদ থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • ২৪ জানুয়ারি ২০২৬
মুড়ি-বাতাসা নিয়ে নির্বাচনী প্রচারণায় এনসিপির প্রার্থী
  • ২৪ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় কালার-ধন মিয়ার গোষ্ঠীর সংঘর্ষ, ১১ নারী গ্রে…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইপিজেড নির্মাণে ব্যবহার হচ্ছে পরিবেশবিধ্বংসী ইট!
  • ২৪ জানুয়ারি ২০২৬
জাবিতে গণধিকার পরিষদের এমপি প্রার্থীর পূজা মণ্ডপ পরিদর্শন
  • ২৪ জানুয়ারি ২০২৬