স্কুলে শিক্ষার্থী ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ মে ২০২৪, ০৬:১৪ PM , আপডেট: ১৫ মে ২০২৪, ০৬:১৭ PM
দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি ফি সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী চার কর্ম দিবসের মধ্যে এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
বুধবার (১৫ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ‘মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ২০২০-২০২৪ অর্থবছরের গৃহীত ভর্তি ফি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সরকারি কোষাগারে জমাদান সংক্রান্ত চালানের কপি গ্রহণপূর্বক শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা আগামী ০৪ (চার) কর্মদিবসের মধ্যে এ অধিদপ্তরে (addshesecondary 2@gmail.com) প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’