আজ সভা: ভাগ্য খুলছে নন-এমপিও শিক্ষকদের

২৪ সেপ্টেম্বর ২০১৮, ১০:০১ AM

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের এমপিও সংক্রান্ত সভা আজ সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। এর আগে ঘোষিত তারিখ অনুযায়ী সভাটি ১৯ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল। কিন্তু মহাপরিচালক অধ্যাপক মো. মাহাবুবুর রহমান অসুস্থ থাকায় তা পেছানো হয়। এছাড়া রংপুর ও রাজশাহী অঞ্চলের এমপিও আবেদন প্রক্রিয়া শেষ না হওয়ার কারণেও নতুন এই তারিখ ঘোষণা হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একটি সূত্রের দাবি, আজ অনুষ্ঠেয় সভায় দুই মন্ত্রী ও দুই সচিব উপস্থিত থাকার কথা রয়েছে। সভায় এমপিওর আওতাভুক্ত শূন্যপদে কর্মরত ইনডেক্সবিহীন শিক্ষকদের এমপিওভুক্তি, টাইমস্কেল ও সিলেকশন গ্রেড, বিএড/কামিল স্কেল, সহকারী লাইব্রেরিয়ান পদের এমপিওসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। আসতে পারে অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও। বিশেষ সূত্রে জানা গেছে, বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘুচতে যাচ্ছে আজ। মূলত সেজন্যই সভায় একাধিক মন্ত্রী ও সচিব উপস্থিত থাকবেন।

জানা যায়, এমপিওভুক্তির জন্য মোট আবেদন জমা পড়েছিল ৬ হাজার ১৪১ শিক্ষাপ্রতিষ্ঠানের। এসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাছাই করে ১ হাজার ৫৩৭ প্রতিষ্ঠানকে এমপিও নীতিমালার আলোকে যোগ্য বলে চিহ্নিত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটি। তবে এই এমপিভুক্তি পর্যায়ক্রমে দেয়া হতে পারে।

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাধ্যমিক) জাবেদ আহমেদ বলেন, ‘আমরা একটি প্রাথমিক তালিকা তৈরি করেছি। সবাই বসে তা দেখার সময় কিছু পরিবর্তনও আসতে পারে। তবে তালিকার চূড়ান্ত অনুমোদন দেবেন শিক্ষামন্ত্রী।’ তিনি জানান, এমপিওভুক্তির জন্য ১০০ নম্বর রাখা হয়েছিল। একাডেমিক স্বীকৃতি, শিক্ষার্থীর সংখ্যা, পরীক্ষার্থী ও উত্তীর্ণের সংখ্যার ওপর ভিত্তি করে নম্বর দিয়ে উত্তীর্ণদের বাছাই করা হয়েছে।

ইউনিটপ্রধানদের কর্মস্থল ছাড়তে লাগবে আইজিপির অনুমতি
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাজধানীতে ভবনের ছাদ থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • ২৪ জানুয়ারি ২০২৬
মুড়ি-বাতাসা নিয়ে নির্বাচনী প্রচারণায় এনসিপির প্রার্থী
  • ২৪ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় কালার-ধন মিয়ার গোষ্ঠীর সংঘর্ষ, ১১ নারী গ্রে…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইপিজেড নির্মাণে ব্যবহার হচ্ছে পরিবেশবিধ্বংসী ইট!
  • ২৪ জানুয়ারি ২০২৬
জাবিতে গণধিকার পরিষদের এমপি প্রার্থীর পূজা মণ্ডপ পরিদর্শন
  • ২৪ জানুয়ারি ২০২৬