মাউশি মহাপরিচালকের স্বাস্থ্য অবনতি, পাঠানো হলো সিঙ্গাপুর

২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৪৯ PM
মহাপরিচালক অধ্যাপক মো. মাহাবুবুর রহমান

মহাপরিচালক অধ্যাপক মো. মাহাবুবুর রহমান

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. মাহাবুবুর রহমানের স্বাস্থ্যের অবনতি হয়েছে।  রোববার বিকাল সাড়ে ৪টার দিকে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (বেসরকারি মাধ্যমিক) সালমা জাহান।  তার ভাষ্য, চিকিৎসকরা জানিয়েছেন- তার ফুসফুস আক্রান্ত্র হয়েছে।  এ কারণেই উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হয়েছে।

সূত্র জানায়, গত ১৯ সেপ্টেম্বর বিকেলে মহাপরিচালক মাহাবুবুর রহমান নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন।  ওই সময় প্রচণ্ড জ্বরে আক্রান্ত ছিলেন তিনি।  বৃহস্পতিবার থেকে তাকে অক্সিজেন দেওয়া শুরু হয়।  মূলত এসবের প্রেক্ষিতেই ২২ সেপ্টেম্বর মহাপরিচালকের স্বাস্থ্য পর্যালোচনায় গঠিত বিএসএসএমইউ-এর মেডিকেল বোর্ড জানায়, তার শারীরিক অবস্থা ক্রমঅবনতিশীল।  

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন এবং মন্ত্রণালয় ও মাউশির ঊর্ধ্বতন কর্মকর্তারা মহাপরিচালকের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন বলে জানা গেছে।

গণঅধিকার পরিষদের এক প্রার্থীর মনোনয়ন পুনর্বহাল
  • ২৪ জানুয়ারি ২০২৬
ফজলুর রহমানের নির্বাচনী জনসভায় চেয়ার ছোড়াছুড়ি
  • ২৪ জানুয়ারি ২০২৬
দায়িত্ব পেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব: জামায়াত আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভোট চুরি ঠেকাতে ১১ ফেব্রুয়ারি থেকে পাহাড়ায় থাকার আহ্বান রুম…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভারতের অধিকাংশ পণ্যের জিএসপি সুবিধা স্থগিত করল ইইউ
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইউনিটপ্রধানদের কর্মস্থল ছাড়তে লাগবে আইজিপির অনুমতি
  • ২৪ জানুয়ারি ২০২৬