এমপিওভুক্ত হলো নতুন ৯১ শিক্ষাপ্রতিষ্ঠান

এমওপিওভুক্ত হলো নতুন ৯১ শিক্ষাপ্রতিষ্ঠান
এমওপিওভুক্ত হলো নতুন ৯১ শিক্ষাপ্রতিষ্ঠান  © ফাইল ছবি

দেশের আরও ৯১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি এমপিওভুক্ত করেছে সরকার। বুধবার (১৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এমপিওভুক্তির আলাদা পাঁচটি আদেশ জারি করে। এমপিওভুক্তির আদেশ জারির তারিখ থেকে এমপিওভুক্তি কার্যকর হবে।

এসব আদেশে উল্লেখ করা হয়, ৯১টি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতার একটি অংশ সরকার দিতে সম্মত হয়েছে।

এমপিওভুক্তির শর্তে বলা হয়, শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ও শৃ্ঙ্খলা সংক্রান্ত বিষয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী কার্যকর হবে। তবে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের যোগ্যতা ও অভিজ্ঞতা নিয়োগকালীন বিধিবিধান ও সংশ্লিষ্ট পরিপত্র মোতাবেক প্রযোজ্য হবে।

নিবন্ধন প্রথা চালুর আগে বিধিসম্মতভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা সুযোগ পাবেন। কিন্তু পরবর্তীতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্তির জন্য নিবন্ধন সনদ প্রযোজ্য হবে।

আরও পড়ুন: রাজনৈতিক বিবেচনায় এমপিওভুক্ত হচ্ছে ৯১ প্রতিষ্ঠান

যেসব শিক্ষক প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য বিবেচিত হয়েছে তার মধ্যে কোনও প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী কাম্য যোগ্যতা রজায় রাখতে ব্যর্থ হলে সেসব প্রতিষ্ঠানের এমপিও স্থগিত করা হবে। পরবর্তীতে কাম্য যোগ্যতা অর্জন সাপেক্ষে স্থগিত এমপিও অবমুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে।

যেসব তথ্যের আলোকে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে সেক্ষেত্রে কোনও তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তথ্যের সঠিকতা সাপেক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে এমপিওভুক্তির আদেশ কার্যকর হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence