ঘুষ দাবি করলে সরাসরি মাউশিতে অভিযোগ দিন: পরিচালক

১৫ অক্টোবর ২০২৩, ১২:০৯ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪২ PM
প্রফেসর বেলাল হোসাইন ও মাউশির লোগো

প্রফেসর বেলাল হোসাইন ও মাউশির লোগো © ফাইল ফটো

চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদের যোগদানের ক্ষেত্রে কেউ ঘুষ দাবি করলে সরাসরি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) অভিযোগ দিন। অভিযোগ পাওয়া মাত্র অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (১৫ অক্টোবর) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান মাউশির পরিচালক (মাধ্যমিক) প্রফেসর বেলাল হোসাইন।

জানা গেছে, দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ২৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে এনটিআরসিএ। এই শিক্ষকদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদানের ক্ষেত্রে ঘুষ দাবিসহ নানাভাবে হয়রানি করা হচ্ছে। স্কুলের ফান্ড, ফ্যান কেনা, প্রতিষ্ঠানের উন্নয়নসহ নানা অজুহাতে দাবি কর হচ্ছে মোটা অঙ্কের টাকা।

এছাড়া নানা সমস্যা দেখিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তারাও শিক্ষকদের নিকট থেকে অর্থ দাবি করছেন। প্রতিষ্ঠান প্রধানদের সাথে যোগসাজশ করে এই অর্থ আদায় করছে শিক্ষা কর্মকর্তারা বলে অভিযোগ ভুক্তভোগীদের।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রফেসর বেলাল হোসাইন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, যোগদানের ক্ষেত্রে শিক্ষকদের কোনো হয়রানি করা যাবে না। এ বিষয়ে আমরা স্পষ্ট নির্দেশিনা দিয়েছি। যারা শিক্ষকদের কাছে ঘুষ দাবি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, যোগদানের ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান প্রধান কিংবা ম্যানেজিং কমিটির কেউ অথবা কোনো শিক্ষা কর্মকর্তা হয়রানি করলে কিংবা অর্থ দাবি করলে আমাদের কাছে সরাসরি লিখিত অভিযোগ দিন। আমরা অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেব।

কারিগরি শিক্ষা আধুনিকায়ন করা হবে: তারেক রহমান
  • ২২ জানুয়ারি ২০২৬
ক্যাশলেস সিস্টেমে প্রবেশ করতে যাচ্ছে যবিপ্রবি
  • ২২ জানুয়ারি ২০২৬
আবারও ঢাকা কলেজে ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীর সংঘর্ষ
  • ২২ জানুয়ারি ২০২৬
উইলিয়ামসনের পেশাদারিত্বে মুগ্ধ রাজশাহীর কোচ হান্নান
  • ২২ জানুয়ারি ২০২৬
ফাইনালে ওঠার পর সুখবর পেলেন শান্ত-মুশফিকরা
  • ২২ জানুয়ারি ২০২৬
ক্যাম্পাসে সাউন্ড বক্স-মাইক বাজতে নিষেধাজ্ঞা জবি প্রশাসনের
  • ২২ জানুয়ারি ২০২৬