জাল স্বাক্ষরে উপবৃত্তির আদেশ জারির অভিযোগ

০২ জুলাই ২০১৮, ০২:৫২ PM

© ফাইল ফটো

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তার স্বাক্ষর জাল পাংশা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ৩৮ শিক্ষার্থীর ১২ মাসের সংখ্যালঘু সম্প্রদায়ের তফসিলি উপবৃত্তি মঞ্জুরির আদেশ জারি করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ  করতে কলেজ অধ্যক্ষকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। 

মাউশি মহাপরিচালক অধ্যাপক মোঃ মাহাবুবুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি পাংশা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষকে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, কতিপয় ব্যক্তি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তার স্বাক্ষর জাল ও ভুয়া সীল ব্যবহার করে পাংশা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ-দ্বাদশ, সম্মান, স্নাকোত্তর শ্রেণিতে অধ্যায়নরত ৩৮ জন শিক্ষার্থীর জুলাই ২০১৭ খ্রিস্টাব্দ থেকে জুন ২০১৮ খ্রিস্টাব্দ পর্যন্ত ১২ মাসের সংখ্যালঘু সম্প্রদায় তফসিলি উপবৃত্তির মঞ্জুরির আদেশ জারি করেছে। 

ভুয়া আদেশে অর্থ উত্তোলন বা বণ্টন না করার জন্য কলেজের অধ্যক্ষ ও জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে এ চিঠিতে। এ সংক্রান্ত বিল দাখিল করা হলে বিল জমাদানকারী ব্যক্তিকে নিকটস্থ থানায় সোপর্দ করে অধিদপ্তরকে অবহিত করতে বলা হয়েছে।

চিঠিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটে প্রকাশিত আদেশ ব্যতীত অন্য সকল চিঠিপত্র ও আদেশ ভুয়া বলেও সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়েছে।

গণঅধিকার পরিষদের এক প্রার্থীর মনোনয়ন পুনর্বহাল
  • ২৪ জানুয়ারি ২০২৬
ফজলুর রহমানের নির্বাচনী জনসভায় চেয়ার ছোড়াছুড়ি
  • ২৪ জানুয়ারি ২০২৬
দায়িত্ব পেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব: জামায়াত আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভোট চুরি ঠেকাতে ১১ ফেব্রুয়ারি থেকে পাহাড়ায় থাকার আহ্বান রুম…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভারতের অধিকাংশ পণ্যের জিএসপি সুবিধা স্থগিত করল ইইউ
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইউনিটপ্রধানদের কর্মস্থল ছাড়তে লাগবে আইজিপির অনুমতি
  • ২৪ জানুয়ারি ২০২৬