করোনায় ঢাবি ছাত্রীদের সহযোগিতায় তিলোত্তমা সিকদার

  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দরিদ্র কিন্তু সংগ্রামী এমন  ছাত্রীদের পাশে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য তিলোত্তমা শিকদার। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১২ জন ছাত্রীকে বিকাশের মাধ্যমে অর্থ পাঠিয়ে সহযোগিতা করেছেন  তিনি।

জানা গেছে, করোনাভাইরাসের কারণে বন্ধ রয়েছে কোচিং ও টিউশন। ফলে বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্রীদের উপার্জনের একমাত্র পথ বন্ধ হয়ে গেছে। বিপাকে পড়েছেন তাঁদের পরিবার। নিজেদের এমন কষ্টের কথা বিশ্ববিদ্যালয়ের গ্রুপে পোস্ট করে জানান অনেকে। তা নজরে আসে তিলোত্তমার। পরে সেই সকল শিক্ষার্থীদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি।

এ বিষয়ে তিলোত্তমা শিকদার বলেন, বিশ্ববিদ্যালয়ের কয়েকটি গ্রুপে ছাত্রীদের অসহায়ত্বের স্ট্যাটাস চোখে পড়ে। তখন তাদের বিষয়ে খোঁজ নেই। পরে তাদেরকে বিকাশের মাধ্যমে টাকা দিয়ে সহযোগিতা করি। এখন পর্যন্ত ১২ জনকে সহযোগিতা করেছি। আরো ১৭ জনকে কাল টাকা পাঠিয়ে দেবো।

তিনি আরো বলেন, সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একই অবস্থা। সুযোগ থাকলে সব প্রতিষ্ঠানের ছাত্রীদের সহযোগিতা করতে চাই। দেশের এমন ক্রান্তিকালে সমাজের বিত্তবানদেরই এগিয়ে আসতে হবে। ভবিষ্যতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


সর্বশেষ সংবাদ