ডাকসুতে ছাত্রলীগ ছাড়া কেউ কাজ করেনি: ছাত্রলীগ সভাপতি

১৩ মার্চ ২০২০, ০৮:২৬ AM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত ২৫ সদস্যের মধ্যে ২৩ জন ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচিত হন। গত এক বছরে ডাকসুতে যত কাজ হয়েছে তার সবই ছাত্রলীগের এই ২৩ সদস্য করেছেন। অন্য দুই পদের প্রার্থী (ভিপি ও সমাজসেবা সম্পাদক) কোন কাজ করেননি বলে মন্তব্য করেছেন মন্তব্য করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মাঠে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যালেন্ট হান্ট’ শীর্ষক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আল নাহিয়ান খান এসব কথা বলেন। ডাকসুর সংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদারের উদ্যোগে এই প্রতিযোগিতা আয়োজিত হয়।

ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান বলেন, গত বছরের মার্চে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেল সম্মিলিত শিক্ষার্থী সংসদ ডাকসুর মাধ্যমে অনেক কাজ করেছে। তিনি আশা করেন, ডাকসু আরও ভালো ভালো কিছু প্রোগ্রাম আয়োজন করবে। শিক্ষার্থীরা ডাকসুর মাধ্যমে উপকৃত হয়েছে। আল নাহিয়ান খান বলেন, ‘আমরা বাংলাদেশ ছাত্রলীগ ভাই হিসেবে শিক্ষার্থীদের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকব।’

ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার প্রধান সমন্বয়ক আসিফ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাবি শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, আয়োজনের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রাজ্জাক, প্রতিযোগিতার প্রধান বিচারক বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান আহমেদুল কবীর প্রমুখ বক্তব্য দেন। অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রতিযোগিতায় রবীন্দ্রসংগীত বিভাগে মনিকা দেবনাথ কথা প্রথম মেরাজ উন নবী দ্বিতীয় ও মো. রাকিবুল হক তৃতীয় হয়েছেন। নজরুলসংগীতেও প্রথম হয়েছেন মনিকা দেবনাথ কথা, দ্বিতীয় তৌহিদুল ইসলাম আর তৃতীয় হয়েছেন আকতারী সারা সাবা।

আধুনিক গানে প্রথম তৌহিদুল ইসলাম, এই বিভাগে দ্বিতীয় হয়েছেন এইচএম সালমান সাকিব, তৃতীয় হয়েছেন আকতারী সাবা। একক অভিনয় বিভাগে প্রথম হয়েছেন প্রণব বালা, এই বিভাগে দ্বিতীয় হয়েছেন মোহনা হোসেন আর তৃতীয় আবু বকর সিদ্দিক।

আবৃত্তিতে প্রথম হয়েছেন সুপ্তি দাস চৈতী, এই বিভাগে দ্বিতীয় মোকাররাবিন হক আশফি আর তৃতীয় হয়েছেন হুমায়ারা তাবাসসুম। লোক সংগীত বিভাগে প্রথম হয়েছেন নূরেজান্নাত আফরিস, এই বিভাগে দ্বিতীয় হয়েছেন মাহী আহসাব স্বপ্নীল এবং তৃতীয় মোকাররাবিন হক আশফি।

একক নৃত্যে প্রথম হয়েছেন হৃদয় সাহা, দ্বিতীয় হয়েছেন শাহ আলম আর তৃতীয় হয়েছেন মোতমাইনা মনি। বিজয়ীরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের, বিভিন্ন বিভাগ ও বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থী।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, স্বেচ্ছাসেবক দলের ৬ নেতাকর্মী বহিষ্কার
  • ৩০ জানুয়ারি ২০২৬
রাতে ঘুম না আসলে কী করবেন?
  • ৩০ জানুয়ারি ২০২৬
কবি নজরুল কলেজে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ডিজিটাল বাংলাদেশে সনাতন গোবিপ্রবি, ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ৩০ জানুয়ারি ২০২৬
জাপানের এনইএফ বৃত্তি পেল শেকৃবির ২৯ শিক্ষার্থী
  • ৩০ জানুয়ারি ২০২৬
জমিজমা নিয়ে বিরোধে বিএনপি নেতার মৃত্যুকে ‘জামায়াতের হামলায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬