টিএসসিতে বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল দেখাবে ডাকসু

  © সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের মধ্যকার অনুর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি আজ অনুষ্ঠিত হবে। পোচেফস্ট্রুমের সেনওয়াস পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। যে দল জিতবে তারাই যুব বিশ্বকাপের ১৩তম আসরের চ্যাম্পিয়ন হবে। তবে বাংলাদেশ দলের জন্য প্রথমবারের মতো এই শিরোপা জয়ের হাতছানি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলাটি বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। আজ রোববার বেলা ২টা থেকে টিএসসিতে খেলাটি এলইডি পর্দায় খেলাটি দেখানো হবে।

বাংলাদেশ এই যুব দলটি আগের যে কোন সময়ের চেয়ে সেরা দল। তা যুব বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো উঠে বুঝিয়ে দিয়েছে তারা। আকবর আলীর নেতৃত্বে দলটি দারুণ খেলে চলেছে।কিন্তু আজকের ম্যাচটি ফাইনাল ম্যাচ। উত্তেজনার পারদের পাশাপাশি থাকবে স্থায়ুচাপ।

তবে শিরোপা হাতে তুলেই তার শেষ করতে চান বাংলাদেশ যুব দলের ক্রিকেটাররা। প্রতিপক্ষ ভারত যুব বিশ্বকাপে ছয়বার ফাইনালে খেলেছে। চারবার চ্যাম্পিয়নও হয়েছে। সর্বশেষ আসরসহ সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হওয়া দল তারা।

বাংলাদেশ যুব দলটি ভারত যুব দলের সামনে পড়লেই খেই হারিয়ে ফেলার নজিরও রয়েছে। গত বছর শ্রীলঙ্কার মাটিতে হওয়া যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে মাত্র ১০৬ রানে গুঁটিয়ে দিয়েও ১০১ রানে অলআউট হয়।

ভারতের বিরুদ্ধে ২২ ওয়ানডে ম্যাচের মধ্যে মাত্র ৩টিতে জিতেছে বাংলাদেশ। ২০০২ সালে একবার, ২০১৭ সালে একবার ও গত বছর একবার। বাকি ১৯ ম্যাচেই হার। তবে পরিসংখ্যানকে ভুল প্রমাণিত করে জেতার ব্যাপারে পুরোপুরি আশাবাদী বলে জানিয়েছেন বাংলাদেশ যুব দলের সদস্যরা।


সর্বশেষ সংবাদ