প্রতিশ্রুতির বাস্তবায়ন করছেন ডাকসু সদস্য চিবল সাংমা

  © টিডিসি ফটো

প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে প্রতিনিয়ত কাজ করে চলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য চিবল সাংমা। ডাকসু নির্বাচনের ইস্তেহারে তার প্রতিশ্রুতি ছিল তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের সমস্যা সমাধান করবেন।

চিবল সাংমা নিজে একজন প্রতিবন্ধী। তিনি একজন প্রতিবন্ধী শিক্ষার্থী হয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সদস্যদের মধ্যে সবচেয়ে বেশি ভোটে জয়ী হন।

ক্যাম্পাসে প্রায়ই দেখা যায়, হুইল চেয়ারে করে সাধারণ শিক্ষার্থীদের খোঁজ নিচ্ছেন তিনি। একজন প্রতিবন্ধী হয়েও শিক্ষার্থীদের পাশে থাকার কারণে তাকে নিয়ে গর্ববোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এবার বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সামাজিক বিজ্ঞান অনুষদে একটি স্লোপ স্থাপনের জন্য প্রশানের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

দীর্ঘদিনের এ প্রতিবন্ধকতাটি নিরসনের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন সাদেকা হালিমের সুপারিশক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং সেকশনে আবেদন করেছেন তিনি । এছাড়াও জগন্নাথ হল প্রশাসন ও হল সংসদের সহায়তায় সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ভবনেও একটি স্লোপ ইতোমধ্যে নির্মাণাধীন রয়েছে‍‍‍।

এ বিষয়ে চিবল সাংমা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ডাকসু নির্বাচনের সময় বলেছিলাম আমাদের ক্যাম্পাসকে প্রতিবন্ধীবান্ধব করে তোলায় কাজ করবো এবং একেক করে প্রতিবন্ধকতাগুলো দূর করবো। কিন্তু আপনারা জেনে থাকবেন এ ধরনের অবকাঠামোমূলক কাজগুলো অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার। তারপরও আমরা এ সমস্যাগুলো দূরীকরণে কাজ করে চলেছি।

 


সর্বশেষ সংবাদ