নুসরাত হত্যা: ডাকসুর নীরবতায় ব্যথিত তোফায়েল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ এপ্রিল ২০১৯, ০৯:১৩ PM , আপডেট: ১৫ এপ্রিল ২০১৯, ০৯:১৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পক্ষ থেকে নুসরাত হত্যার প্রতিবাদে কোন কর্মসূচির আয়োজন না করায় ব্যথিত হয়েছেন সাবেক ভিপি ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।
সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে ডাকসু ও হল সংসদের সাথে অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন, ‘নুসরাতকে হত্যা করা হয়েছে কিন্তু এটা নিয়ে আমি ডাকসুর কোনো নেতাকে আন্দোলন করতে দেখিনি। তোমাদের এ আচরণ আমাকে ব্যথিত করেছে এবং আহত করেছে।’
তবে কোটা সংস্কার আন্দোলনের ব্যানারে ভিপি নুরুল হক নূর এবং ফেনী জেলা সংগঠনের ব্যানারে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী নুসরাত হত্যার প্রতিবাদে পৃথক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। সার্বিকভাবে কোনো কর্মসূচি দেয়নি ডাকসু।
তোফায়েল আহমেদ ডাকসুর ভিপি থাকাকালীন বিভিন্ন স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ‘সে সময় শিক্ষকদের সঙ্গে আমাদের অনেক ভালো সম্পর্ক ছিল। আমরা শিক্ষকদের খুব শ্রদ্ধা করতাম এবং তারাও আমাদের স্নেহ করতেন।’
ডাকসু ও হল সংসদে প্রতিনিধিদের নিয়ে ‘অভিজ্ঞতা শুনি সমৃদ্ধ হই’ শিরোনামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ডাকসুর সাবেক জিএস ড. মোশতাক হোসেন। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ২৫ জন সদস্য ও হল সংসদের নির্বাচিত ২৩৪ জন সদস্য উপস্থিত ছিলেন।