ঢাবির ভর্তি পরীক্ষায় এমসিকিউ এর সঙ্গে লিখিত নেওয়ার সিদ্ধান্ত

২৯ মার্চ ২০১৯, ১২:০৩ AM

© ফাইল ফটো

এমসিকিউ এর সঙ্গে লিখিত পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথমবর্ষে শিক্ষার্থী ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ভর্তি পরীক্ষা থেকেই এটি কার্যকর হবে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবির দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ভর্তি পরীক্ষায় এমসিকিউ এর পাশাপাশি লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিন্ডিকেটে। এরমধ্যে ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘আগামী ভর্তি পরীক্ষা থেকেই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। সিন্ডিকেটে সিদ্ধান্ত পাশ হয়েছে। এখন একাডেমিক কাউন্সিল ও জেনারেল অ্যাডমিশন কমিটি এ ব্যাপারে বিস্তারিত সিদ্ধান্ত নেবে।’

গত কয়েক বছর ধরে ২০০ নম্বরের পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষে শিক্ষার্থী ভর্তি করানো হচ্ছে। এরমধ্যে ১২০ নম্বর এমসিকিউ। এছাড়া বাকি ৮০ নম্বর জিপিএ’র ভিত্তিতে বন্টন করা হয়।

বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতনী ধর্মাবলম্বী
  • ২৭ জানুয়ারি ২০২৬
রংপুর মহানগর যুবদলের শীর্ষ তিন নেতাকে শোকজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখল-সীল মারার পরিকল্পনা করছে একটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশী সাংবাদিকদের এক্রিডিটেশন দেয়নি আইসিসি
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঢাবিতে নৈতিক ও মানবিক মূল্যবোধ বিষয়ক কোর্স চালুর ব্যাপারে ম…
  • ২৬ জানুয়ারি ২০২৬