স্বচ্ছ ও সুন্দর ডাকসু নির্বাচন হচ্ছে: ছাত্রলীগ ভিপি প্রার্থী শোভন

১১ মার্চ ২০১৯, ১২:৩৭ PM
রেজওয়ানুল হক চৌধুরী শোভন

রেজওয়ানুল হক চৌধুরী শোভন

আজ সকাল আটটা থেকে শুরু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ১৮ আবাসিক হল সংসদের নির্বাচন স্বচ্ছ ও সুন্দর হচ্ছে বলে মন্তব্য করেছেন ছাত্রলীগ সভাপতি ও ভিপি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন। সোমবার সকালে হাজী মোহাম্মদ মুহসিন হল কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সোমবার সকাল ৮টা থেকে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। একটানা দুপুর ২টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে। এতে ৪৩ হাজার ২৫৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। মোট ভোটারের মধ্যে ছাত্র ২৬ হাজার ৯৪৪ এবং ছাত্রী ১৬ হাজার ৩১২ জন।

স্বচ্ছ ও সুন্দর পরিবেশে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে বলে জানিয়ে শোভন সাংবাদিকদের বলেন, মহসিন হলের পরিবেশ দেখেই বুঝা যাচ্ছে যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হচ্ছে। হলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছেন জানিয়ে তিনি বলেন, ভোট দিতে উদগ্রীব শিক্ষার্থীরা সকাল থেকে লাইন ধরে দাঁড়িয়ে আছেন। দীর্ঘ ২৮ বছর পর ভোট দিতে পেরে তারা আনন্দিত।

এসময় সহসভাপতি (ভিপি) প্রার্থী এই ছাত্রলীগ সভাপতিকে কুয়েত-মৈত্রী হলের ছাত্রীদের ভোট বর্জন ও সিল মারা ব্যালট পাওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হয়। সাংবাদিকদের সেই প্রশ্নে শোভন বলেন, বিষয়টা  বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকরা দেখছেন।

ছাত্রদল, কোটা সংস্কার আন্দোলন প্যানেলের সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে এমন অভিযোগ প্রসঙ্গে শোভন বলেন, লাইনে যারা দাঁড়াচ্ছে তারাই ভোট দিতে পারছে। তারা ‍যদি লাইনে না দাঁড়ায় তাহলে কেমনে ভোট দিবে। ডাকসু নির্বাচন বিষয়ে এসব অভিযোগ গুজব হিসেবে দেখা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

আরো দেখুন: কোটা সংস্কারপন্থীদের প্রার্থী নুরের উপর ছাত্রলীগের হামলা (ভিডিও)

প্রসঙ্গত, ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছে ১৩টি প্যানেল। ডাকসুতে ২৫ পদে নির্বাচন হচ্ছে। বিভিন্ন পদের মধ্যে আছে ভিপি, জিএস, এজিএস একটি করে ৩টি। আরও আছে- সম্পাদকীয় ৯টি এবং ১৩টি সদস্যপদ। এসব পদের জন্য বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্রসহ প্রার্থী ২২৯ জন। তাদের মধ্যে স্বতন্ত্রসহ ভিপি ২১, জিএস ১৪ জন।

অন্যদিকে প্রত্যেক হল সংসদে ১৩টি পদে নির্বাচন হচ্ছে। এর মধ্যে ভিপি, জিএস, এজিএস একটি করে তিনটি। আরও আছে সম্পাদকীয় ৬, সদস্য ৪টি। হল সংসদ (১৮টি হল, ২৩৪ পদে) প্রার্থী ৫০৯ জন। হল সংসদ ও ডাকসু মিলিয়ে প্রত্যেক শিক্ষার্থীকে গড়ে ৩৮টি করে ভোট দিতে হবে। সুষ্ঠুভাবে ভোটের কাজ শেষ করতে রিটার্নিং অফিসারসহ (আরও) ৪২ জন কাজ করছেন।

 

 

 

সংসদ নির্বাচনে সবচেয়ে কম ও বেশি ভোট পড়েছিল কবে?
  • ২৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশ্লেষণ আমাদের অনুপ্র…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুটি আসনে দাঁড়িপাল্লা প্রতীক না রাখার আবেদন জামায়াতের
  • ২৯ জানুয়ারি ২০২৬
আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান, রাবিতে লাল কার্ড দেখাল ছাত্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
ডিআইইউসাসের ‘নীতি সংলাপে’ অতিথি হচ্ছেন প্রেস সচিব শফিকুল আলম
  • ২৯ জানুয়ারি ২০২৬
ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত ২০
  • ২৯ জানুয়ারি ২০২৬