ডাকসু: ছাত্রদল প্রার্থীর ব্যানার খুলে ফেলছে ছাত্রলীগ

০৭ মার্চ ২০১৯, ১০:৫২ PM
মাজহারুল কবির শয়ন (বামে) মাহফুজুর রহমার চৌধুরী

মাজহারুল কবির শয়ন (বামে) মাহফুজুর রহমার চৌধুরী © টিডিসি ফটো

ডাকসু নিবাচনে নিজেদের প্যানেলকে জয়ী করতে ছাত্র সংগঠনগুলো ব্যস্ত সময় পার করছে। নিজেদের জোর প্রচারণার উপস্থিতি জানান দিতে ইতোমধ্যে ব্যানার, পোস্টার ও লিফলেটের ছেয়ে গেছে পুরো ক্যাম্পাস। এরমধ্যে সুবিধা মতো স্থানে নিজেদের ব্যানার টাঙাতে অন্যদের ব্যানার খুলে ফেলার ঘটনাও ঘটছে।

বৃহস্পতিবার ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের পরিবহন সম্পাদক প্রার্থী মাহফুজুর রহমার চৌধুরীর ব্যানার সরিয়ে ফেলার অভিযোগ উঠেছে। তিনি বলেন, বুধবার দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় আমার ব্যানার টাঙানো হয়। পরদিন (বৃহস্পতিবার) সকালে ওই স্থানে আমার ব্যানার খুলে ছাত্রলীগের সাহিত্য সম্পাদক প্রার্থী শয়নের ব্যানার লগিয়েছে।’

নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়েছে কিনা জানতে চাইলে মাহফুজ বলেন, প্রতিদিন ছাত্রলীগ বিভিন্ন স্থানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে। কিন্তু প্রশাসন তা দেখেও না দেখার ভান করে থাকছে। এ অবস্থায় অভিযোগ করলেও কোন প্রতিকার পাওয়া যাবে বলে মনে করছি না। তাই কোন অভিযোগ করেনি।

এদিকে, ছাত্রলীগ প্যানেলের সাহিত্য সম্পাদক প্রার্থী মাজহারুল কবির শয়নের সাথে যোগাযোগ করতে কয়েকবার ফোন দেয়া হয়েছে। কিন্তু তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সংসদ নির্বাচনে সবচেয়ে কম ও বেশি ভোট পড়েছিল কবে?
  • ২৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশ্লেষণ আমাদের অনুপ্র…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুটি আসনে দাঁড়িপাল্লা প্রতীক না রাখার আবেদন জামায়াতের
  • ২৯ জানুয়ারি ২০২৬
আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান, রাবিতে লাল কার্ড দেখাল ছাত্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
ডিআইইউসাসের ‘নীতি সংলাপে’ অতিথি হচ্ছেন প্রেস সচিব শফিকুল আলম
  • ২৯ জানুয়ারি ২০২৬
ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত ২০
  • ২৯ জানুয়ারি ২০২৬