ঢাবিতে আদিবাসী বাঙালি সাংস্কৃতিক উৎসব
‘সকল জাতিসত্তার মাতৃভাষায় শিক্ষার অধিকার চাই’ এই শিরোনামে ইনস্টিটিউট ফর এনভায়রমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি)-এর আয়োজনে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চারুকলা অনুষদের বকুলতলায় দিনব্যাপী আদিবাসী-বাঙালি সাংস্কৃতিক উৎসব-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
নাট্যজন মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি প্রমুখ।
এসময় আদিবাসী জাতিগোষ্ঠী তাদের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিবেশন করে।