ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন আজ

০৩ ডিসেম্বর ২০১৮, ০৮:৩৪ PM

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। কৌশল আটছেন ভোটে জেতার।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার আওয়ামী লীগ সমর্থিত নীল দলে তেমন কোনো নতুন মুখ নেই। ইতোপূর্বে নীল দল থেকে নির্বাচন করে যারা সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন তাঁরা এবারও সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন। সভাপতি পদে এবারের প্রার্থী শিক্ষক সমিতির বর্তমান সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক প্রার্থী বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম।

অন্যদিকে বিএনপি সমর্থিত সাদা দল থেকে সভাপতি প্রার্থী সংগঠনটির সাবেক আহ্বায়ক ও মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান এবং সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ও সিনেট সদস্য অধ্যাপক ড. মো. লুৎফর রহমান।

নরওয়েতে উচ্চশিক্ষায় চুয়েট শিক্ষার্থীদের সাফল্য
  • ৩১ জানুয়ারি ২০২৬
পশ্চিমবঙ্গে গুদামে আগুন লেগে ২৮ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ফের স্বর্ণের বড় দর পতন, ভরিতে কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় আগুনে পুড়েছে তিন বসতঘর
  • ৩১ জানুয়ারি ২০২৬
পিৎজা ডেলিভারির কাজ করেন তরুণ, রাস্তায় দেখে স্কুল বান্ধবীর …
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সিরাজগঞ্জ ও টাঙ্গাইল সফর আজ
  • ৩১ জানুয়ারি ২০২৬