ঢাবি সাদা দলের আহ্বায়ক ড. ওবায়দুল, যুগ্ম আহবায়ক লুৎফর ও মোর্শেদ

১০ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫১ PM
বাম দিক থেকে লুৎফর রহমান, এ.বি.এম. ওবায়দুল ইসলাম এবং মোর্শেদ হাসান খান

বাম দিক থেকে লুৎফর রহমান, এ.বি.এম. ওবায়দুল ইসলাম এবং মোর্শেদ হাসান খান

ড. এ.বি.এম. ওবায়দুল ইসলামকে আহ্বায়ক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপি সমর্থক শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে।

সোমবার সাদা দলের সাধারণ সভায় আগামী এক বছর মেয়াদের জন্য এ নতুন কমিটি অনুমোদন করা হয়। নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান ও অধ্যাপক লুৎফর রহমান। 

অধ্যাপক ড. এ.বি.এম. ওবায়দুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক। যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান মার্কেটিং ও অধ্যাপক লুৎফর রহমান পরিসংখ্যান বিভাগের বিভাগের শিক্ষক।

অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, সাদা দল একটি নির্দিষ্ট গঠনতন্ত্র মানে আমরা সেভাবেই আগামীদিনে সাদা দলকে পরিচালনা করব। আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম ও শিক্ষকদের অধিকার নিয়ে কথা বলব। ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল শুধু বিশ্ববিদ্যালয়ই নয় দেশের ক্লান্তিলগ্নে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও কথা বলে, সেগুলো অব্যাহত থাকবে।  আর আমরা যে নীতি ও আদর্শে বিশ্বাস করি তা নিয়ে অটুট থাকব। 

যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, সাদা দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গুরুত্বপূর্ণ একটি সংগঠন। আমরা আগামীদিন যেসব কর্মসূচি গ্রহণ করলে শিক্ষকদের মর্যাদা বাড়ে, অনিয়ম কমে সেসব কর্মসূচি গহণ করব। 

নির্বাচনে জিতলে কী করবেন, ৯ পয়েন্টে ইশতেহার দিলেন নুর
  • ৩১ জানুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন শেষ ২৮ ফেব্রুয়…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি-শ্রমিক দলের ৬ ন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বুটেক্স ছাত্রী ছিলেন ঢাকা-১৪ আসনের বিএনপির প্রার্থী সানজিদা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
পদোন্নতির দাবিতে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের কর্মকর্তাদের মান…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সিনারকে হারিয়ে ফাইনালে জোকোভিচ
  • ৩১ জানুয়ারি ২০২৬