সকালে মারধর করেন বাবা, দুপুরে ১০ তলা থেকে লাফ সানজানার
- টিডিস রিপোর্ট
- প্রকাশ: ২৮ আগস্ট ২০২২, ১০:৪৭ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২২, ১০:৪৭ AM
রাজধানীর দক্ষিণখানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সানজানা মোসাদ্দিকাকে শারীরিক ও মানসিক নির্যাতনে হত্যার অভিযোগ তুলেছেন তার মা। শনিবার (২৭ আগস্ট) দুপুরে ১০ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন তিনি। চিরকুটে বাবাকে ‘পশু’ ও ‘রেপিস্ট’ উল্লেখ করেছেন ওই ছাত্রী।
সানজানা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী। পুলিশ জানায়, শনিবার দুপুরে দশতলা ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেন সানজানা। ঘটনার পর প্রথমে উত্তরার একটি হাসপাতাল ও পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে মারা যান সানজানা।
মা বলেন, সকাল ১১টার দিকে তার বাবা মেয়েকে মারধর করেন। অকথ্য ভাষায় গালিগালাজ করতেন। দ্বিতীয় বিয়ে করার পর সমস্যা বাড়তে থাকে। মেয়ের কথায় থানায় জিডি করতে যানন। কিছুক্ষণ পরই দুর্ঘটনার খবর পান।
আরো পড়ুন: চিরকুট লিখে আত্মহত্যা করা সেই তরুণী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, এটি হত্যা না আত্মহত্যা, তদন্তের মাধ্যমে জানা যাবে। তার ঘরে মানসিক চিকিৎসার প্রেসক্রিপশন পাওয়া গেছে।
এদিকে, রোববার (২৮ আগস্ট) সকাল ১১টায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে সানজানার হত্যার বিচার দাবিতে মানববন্ধন করা হবে।