গৃহবধূর গোসলের ভিডিও করে ধর্ষণ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

২৭ মে ২০২২, ১২:২৯ AM
মাজেদুল ইসলাম বসুনিয়া

মাজেদুল ইসলাম বসুনিয়া © সংগৃহীত

এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রংপুরে মাজেদুল ইসলাম বসুনিয়া নামে সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে র‌্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে নগরীর কেরামতিয়া মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

জানা যায়, ওই গৃহবধূর গোসলের ভিডিও গোপনে ধারণ করেন বসুনিয়া। এর র তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার গৃহবধূকে ধর্ষণ করেন।

অভিযুক্ত বসুনিয়া জেলার কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়ের মৃত মহির উদ্দিন বসুনিয়ার ছেলে। হারাগাছ ইউনিয়ন ছাত্রলীগের শিক্ষাবিষয়ক সম্পাদক ছিলেন তিনি।

পুলিশ ও এলাকাবাসী জানান, তিন বছর আগে হারাগাছ ইউনিয়নে ওই গৃহবধূর দুই সন্তানকে প্রাইভেট পড়াতেন কলেজছাত্র বসুনিয়া। বাড়িতে প্রাইভেট পড়ানোর সুযোগে একদিন গোপনে ওই গৃহবধূর গোসলের ভিডিও করেন তিনি। এরপর সেই ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে গত বছর ওই নারী নিরূপায় হয়ে ছেলেদের নিয়ে ঢাকায় চলে যান। ঢাকায় থাকা অবস্থায়ও তাকে শারীরিক সম্পর্কের কথা বলেন বসুনিয়া। গৃহবধূ রাজি না হওয়ায় অন্য নামে একটি ফেসবুক আইডি থেকে গত ১২ মার্চ গৃহবধূর ছোট ছেলের মেসেঞ্জারে আপত্তিকর ছবি পাঠান তিনি। একই দিন গৃহবধূর বড় ছেলের বন্ধুর মেসেঞ্জারেও আপত্তিকর ছবি পাঠান বসুনিয়া। অবশেষে গৃহবধূ ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসে ১১ এপ্রিল কাউনিয়া থানায় মামলা করেন।

কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি আইনে দুটি মামলা হয়। মামলার পর গা-ঢাকা দেন বসুনিয়া। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

হাসনাত আবদুল্লাহর আসনে বিএনপি জোটের প্রার্থী জসিম উদ্দিন
  • ২১ জানুয়ারি ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপনের প্রতিবাদে নোবিপ্রবিতে মানব…
  • ২১ জানুয়ারি ২০২৬
মব সৃষ্টি করে পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরে ঢুকে মারধর, ৮ কর্মক…
  • ২১ জানুয়ারি ২০২৬
সর্বনিম্ন মূল বেতন ৩৫ হাজার টাকা করে ৩১ জানুয়ারির মধ্যে পে …
  • ২১ জানুয়ারি ২০২৬
মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় বিসিএস, ২১ জনের বিরুদ্ধে…
  • ২১ জানুয়ারি ২০২৬
সিলেটকে হতাশায় ডুবিয়ে ফাইনালে রাজশাহী
  • ২১ জানুয়ারি ২০২৬