জোর করে মাদ্রাসায় রেখে আসেন মা, ভোরে সেই ছাত্রের লাশ উদ্ধার
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২১ মে ২০২২, ১২:৪৭ PM , আপডেট: ২১ মে ২০২২, ১২:৫৫ PM
ফেনীর মিছবাহুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ইস্রাফিল হোসেন ইফাতের (১৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে (২১ মে) মাদ্রাসা ভবনের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, মাদ্রাসার ৬ তলা ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। নিহত ইফাত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাত ইউনিয়নের সাত গরিয়া গ্রামের ওমান প্রবাসী ইয়াসিনের ছেলে। মাদ্রাসাটি শহরের খাজুরিয়া এলাকায় পুলিশ লাইনের সামনে অবস্থিত।
ইফাতের সহপাঠী মোবারক জানায়, ছাদ থেকে কাপড় আনতে রাত ৩.৫৫ মিনিটের দিকে সে ছাদে যায়। এসময় সে মোবারককেও সাথে নিয়ে আসে। কিন্তু অন্ধকার বেশি হওয়ায় মোবারক আর ছাদে না গিয়ে ৫তলা থেকে রুমে ফিরে আসে।
মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ ইউনুছ জানান, গত ৫ দিন আগে ইফাত মাদ্রাসায় কিছু না জানিয়ে বাড়িতে চলে গিয়েছিল। শুক্রবার বিকালে তার মা জোর করে তাকে আবার মাদ্রাসায় রেখে যায়। আমরা তার নিরাপত্তার কথা চিন্তা করে তাকে মাদ্রাসায় রাখতে অপারগতা প্রকাশ করি। তারপরও তার মা জোর করে ইফাতকে মাদ্রাসায় রেখে যায়। রাতে ফজরের আগে পড়ার সময় তাকে ক্লাসে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজি করার পরও কোথাও তাকে পাওয়া যায়নি। কিছুক্ষণ পর বাড়ির মালিক হাজি রিয়াজ আমাদের খবর দেন একজন ছাত্রের লাশ বিল্ডিংয়ের সামনের রাস্তায় পড়ে আছে। তাৎক্ষণিক ৯৯৯ কল দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
ফেনী মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক ইফরান খান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ভাঙা বালতি জব্দ করা হয়েছে।