পাগলিটা মা হলো, বাবা হলো না কেউ

২৪ এপ্রিল ২০২২, ০৯:০১ AM
দিনাজপুরে মানসিক ভারসাম্যহীন নারীর জন্ম দেওয়া ফুটফুটে নবজাতক

দিনাজপুরে মানসিক ভারসাম্যহীন নারীর জন্ম দেওয়া ফুটফুটে নবজাতক © সংগৃহীত

দিনাজপুরে মানসিক ভারসাম্যহীন এক নারী ফুটফুটে সন্তান জন্ম দিয়েছেন। ২৩ এপ্রিল (শনিবার) সদর উপজেলার পূর্বপাড়গাঁও গ্রামে ওই নারী সন্তান প্রসব করেন। পরে এলাকাবাসীর সহযোগিতায় দুজনকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পূর্বপাড়গাঁও গ্রামের কয়েকজন নারী জানান, রাতে খুব বৃষ্টি হয়। এর মধ্যে ভোরে একজনের গোঙ্গানির শব্দ পাওয়া যায়। পরে গিয়ে দেখা যায়, এক পাগলি প্রসব বেদনায় কাতরাচ্ছে। পরে অন্য নারীদের সহযোগিতায় বেলা ১১টার দিকে পুত্র সন্তান প্রসব করেন তিনি।

বিষয়টি ইউপি চেয়ারম্যান অভিজিৎ বসাককে জানানো হলে ইউপি সদস্য দেবেশ চন্দ্র রায়কে ঘটনাস্থলে পাঠান তিনি। পরে অ্যাম্বুলেন্সযোগে প্রসূতি ও নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়।

গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, ওই প্রসূতি রাতেই এলাকায় আসে। এর আগে পূর্বপাড়গাঁও গ্রামে দেখা যায়নি তাকে। এ ছাড়া তার কোনো পরিচয় পাওয়া যায়নি। জিজ্ঞাসা করা হলেও তিনি কিছু বলতে পারেননি।

আরো পড়ুন: নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তমালিকা তনু বলেন, প্রসূতি মা সুস্থ রয়েছেন। তবে শিশুটির ঠান্ডা লেগেছে বলে জানান তিনি।

এ বিষয়ে ইউপি সদস্য দেবেশ চন্দ্র রায় বলেন, ঘটনাস্থল থেকে প্রসূতি ও নবজাতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে বলে তিনি জানান।

আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াত প্রার্থী-বিএনপি নেতাদের শোকজ
  • ৩০ জানুয়ারি ২০২৬
ঘুম থেকে ওঠার সেরা সময় কোনটি?
  • ৩০ জানুয়ারি ২০২৬
অভিনয়ে বছরের প্রথম পুরস্কার পেলেন জয়া আহসান
  • ৩০ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, স্বেচ্ছাসেবক দলের ৬ নেতাকর্মী বহিষ্কার
  • ৩০ জানুয়ারি ২০২৬
রাতে ঘুম না আসলে কী করবেন?
  • ৩০ জানুয়ারি ২০২৬
কবি নজরুল কলেজে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছ…
  • ৩০ জানুয়ারি ২০২৬