জামালপুরে তিন ছাত্রী নিখোঁজের ঘটনায় চার শিক্ষক আটক

নিখোঁজ তিন ছাত্রী
নিখোঁজ তিন ছাত্রী  © ফাইল ফটো

জামালপুরের একটি মাদ্রাসা থেকে তিন ছাত্রী নিখোঁজের ঘটনায় ওই মাদ্রাসার চার শিক্ষককে আটক করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে তাদের আটক করা হয়। একইসাথে মাদ্রাসার সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে পুলিশ।

গত রোববার ভোরে ইসলামপুর উপজেলার গোয়ালেরচর দারুত তাক্কওয়া মহিলা মাদ্রাসায় থেকে ওই তিনছাত্রী নিখোঁজ হন। তারা সবাই মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন ছাত্রী নিখোঁজের বিষয়ে তদন্তের অংশ হিসেবে পুলিশ গতকাল রাতে ওই মাদ্রাসায় যায়। মাদ্রাসার শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে পুলিশ ওই চার শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টা পর্যন্ত ওই চার শিক্ষক পুলিশ হেফাজতেই ছিলেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) মো. সুমন মিয়া বলেন, তিন ছাত্রী নিখোঁজের বিষয়ে পুলিশের তদন্ত শুরু হয়েছে। মাদ্রাসাটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য চার শিক্ষককে আনা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে এখনো ওই ছাত্রীদের সন্ধান পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ