পিন পরিবর্তন করে শিক্ষার্থীদের বৃত্তির টাকা চুরি করতেন দুই শিক্ষক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ জুন ২০২১, ০৮:৪০ AM , আপডেট: ১৪ জুন ২০২১, ০৯:০৩ AM
কক্সবাজারের মহেশখালীতে শিক্ষার্থীদের গোপন পিন পরিবর্তন করে সরকারের দেয়া উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাজ থেকে নগদ ৬৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
আটকরা হলেন- মহেশখালী কুতুবজোম তাজিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আবু ফয়সাল মোহাম্মদ রাশেদ (২৪) এবং স্থানীয় বাজারের মোবাইল ব্যাংকিং এজেন্ট মোহাম্মদ নাসির উদ্দিন (২২)।
তারা দুইজন পারস্পরিক যোগসাজশে কোমলমতি শিক্ষার্থীদের মোবাইল অ্যাকাউন্টের টাকা আত্মসাৎ করেন। রোববার তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মহেশখালী থানার ওসি মো. আবদুল হাই।
তিনি বলেন, নুরুল ইসলাম নামক একজন সচেতন অভিভাবক অভিযোগ করেন, খণ্ডকালীন শিক্ষক আবু ফয়সাল মোহাম্মদ রাশেদ ছাত্রছাত্রীদের উপবৃত্তির টাকা পেতে সহায়তার দায়িত্বে নিয়োজিত।
এ সুবাদে তিনি মোবাইল ব্যাংকিংয়ের এজেন্ট মোহাম্মদ নাসির উদ্দিনের সহযোগিতায় গোপন পিন নাম্বার ব্যবহার করে শতাধিক শিক্ষার্থীর টাকা আত্মসাৎ করেছেন। অভিযোগের সত্যতা পাওয়ায় দুইজনকে আটক করা হয়েছে।
সরকারের উপবৃত্তির টাকা দেওয়ার মাধ্যম ‘পিন নাম্বার’ যেন কাউকে না দেয়, সে বিষয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রাথমিক বিদ্যালয়ে শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত উপবৃত্তির টাকা প্রদান করছে সরকার। একটি নির্দিষ্ট গোপন পিন নাম্বারে সেই টাকা পৌঁছে দেয়া হয়।