‌বংশালে রিকশাওয়ালাকে মারধরকারী সেই ব্যক্তি আটক

অভিযুক্ত সুলতান আহমেদ আটক
অভিযুক্ত সুলতান আহমেদ আটক  © ছবি : সংগৃহীত

রাজধানীর বংশালে মঙ্গলবার (৪ মে) দুপুরে ধারণকৃত একটি ভিডিওতে দেখা যায় মুসল্লি লেবাসধারী এক ব্যক্তি রিকশাওয়ালাকে সজোড়ে কয়েকটি থাপ্পড় মারছেন। তার নির্যাতনের একপর্যায়ে রিকশাওয়ালা মাটিতে পড়ে যান এবং জ্ঞান হারান। মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

পরে একজন সংবাদকর্মী বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিও লিংক পাঠালে নির্যাতনকারী ওই ব্য‌ক্তি‌কে আটক করে পু‌লিশ।

বাংলাদেশ পুলিশ তাদের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ভিডিওটি দেখামাত্র মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং ওসি বংশাল মো. শাহীন ফকির বিপিএমকে নিপীড়নকারী লোকটিকে খুঁজে বের করে দ্রুত তাকে আইনের আওতায় আনার নির্দেশ দেয়। সেই পরিপ্রেক্ষিতে ওসি বংশালের নেতৃত্বে একটি টিম অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করে দ্রুততম সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনে। জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্ত লোকটির নাম সুলতান আহমেদ। তিনি সেই এলাকায় স্থানীয় বাড়িওয়ালা এবং প্রভাবশালী ব্যক্তি। তার বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

দ্রুততম সময়ে পুলিশের গৃহীত পদক্ষেপে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

 


সর্বশেষ সংবাদ