এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

০২ এপ্রিল ২০২১, ১১:৩৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

এক স্কুলছাত্রীকে (১৮) ধর্ষণ ও হত্যার অভিযোগ করেছেন স্বজনরা। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর চিটাগাং রোডের বটতলা এলাকায় তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পরিবারের অভিযোগ, চাঁদপুরের মতলব থেকে তাকে নারায়ণগঞ্জে এনে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শুক্রবার ময়নাতদন্ত শেষে ওই ছাত্রীর লাশ তার গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীর এক আত্মীয় জানান, মতলবের স্থানীয় একটি স্কুলে পড়তেন ওই ছাত্রী। এবার তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হন ওই ছাত্রী। তখন একই গ্রামের বাসিন্দা রিয়াসাদ ও শহীদুল্লাহ তাকে ফুসলিয়ে নারায়ণগঞ্জে নিয়ে আসে। সেদিন দুপুরে রিয়াসাদ মেয়েটির ভাইকে ফোন করে জানায়, তারা নারায়ণগঞ্জে রয়েছে। দুপুরে একসঙ্গে খেয়েছে। তবে বিকেলে ওই যুবক ফোন করে বলে, মেয়েটি অচেতন অবস্থায় চিটাগাং রোড বটতলা এলাকায় পড়ে আছে। স্বজনরা সন্ধ্যার পর পৌঁছে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকদের পরামর্শে রাতে তাকে ঢাকায় নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, পরিবারের পক্ষ থেকে ধর্ষণ ও হত্যার অভিযোগ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মৃত্যুর আগে তাকে ধর্ষণ করা হয়েছে কি-না তাও বেরিয়ে আসবে। তবে মৃতদেহে বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে কুবি ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি
  • ৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচনে মাঠ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি হান্নান মাসউদের
  • ৩০ জানুয়ারি ২০২৬
৩০০ নেতাকর্মীসহ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মাহাবুব মাস্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
চলতি সপ্তাহে একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা: র…
  • ৩০ জানুয়ারি ২০২৬