মা-বাবার ভালোবাসায় ভাগ বসানোয় শিশু মিমকে হত্যা

২৪ সেপ্টেম্বর ২০২০, ০১:৪৮ PM
নিহত শিশু মিম

নিহত শিশু মিম © সংগৃহীত

রাজধানী বনানীর কড়াইলে বস্তিতে চার বছর বয়সী শিশু মিম হত্যার ঘটনায় তার ভাই আল-আমিনকে (১৪) গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার এ তথ্য নিশ্চিত করেন।

এসময় তিনি বলেন, বাবা-মায়ের ভালোবাসায় ভাগ বসানোই ছিল শিশুটির অপরাধ।

এ ঘটনায় স্বজনরা জানান, সকালে মিম বাসায় ঘুমিয়ে ছিলো। মা রোকসানা কাজে বেরিয়ে গেলে মেয়ে ও ছেলে আল‌-আমিনকে বাসায় রেখে বের হন বাবা লিটন। ১০ মিনিট পর বাসায় এসে মিমকে খুঁজে পাননি। এরপর খোঁজাখুঁজি করে একঘণ্টা পর বাসার পাশের গোসলখানায় মেয়ের লাশ দেখতে পান তারা। পরে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এদিকে এ ঘটনায় পরিবারের অভিযোগ, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

প্রসঙ্গত, বুধবার সকালে কড়াইল বস্তির একটি গোসলখানা থেকে শিশু মিমের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

দুই নারী প্রার্থীর হাতে প্রতীক তুলে দিলেন জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘যারা বছরের পর বছর আত্মগোপনে ছিলেন তারা এখন অন্যদের গুপ্ত ব…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নেতা হ্যাঁ ভোট চেয়েছে, কর্মীরা না ভোট চাইলে তাদের বলবেন গুপ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
রেকর্ড গড়ে অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে বিএনপির গোপন বৈঠক
  • ৩১ জানুয়ারি ২০২৬