প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে ১শ কোটি টাকার মানহানি মামলা

০৬ সেপ্টেম্বর ২০২০, ০৫:২৬ PM

© ফাইল ফটো

দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানসহ পত্রিকাটির চারজন সংবাদিকের বিরুদ্ধে চাঁদপুর সিনিয়র জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালতে ১০০শ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। আজ রবিবার দুপুরে আদালতে মামলাটি দায়ের করেন কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন।

অ্যাড. হেলাল উদ্দিন বলেন, গত ৩০ জুলাই ও ৪ সেপ্টেম্বর দৈনিক প্রথম আলো পত্রিকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর ১ আসনের এমপি ড. মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে ‘অন্যের টাকায় মহীউদ্দীনের মেডিকেল কলেজ ক্রয়’ শীর্ষক দুটি সংবাদ প্রকাশিত হয়। উল্লেখিত দুটি সংবাদে ড. মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে যেসব অভিযোগ ও তথ্য উপস্থাপন করা হয়েছে তা সঠিক নয়।

তিনি বলেন, এতে তার মানসম্মান ও সুনাম-সুখ্যাতির অসামান্য ক্ষতি হয়েছে। প্রকৃতপক্ষে ওই হাসপাতালে মালিকানার শেয়ারে তার কোনো অংশ নেই। তিনি অবৈতনিক ও অনারারি হিসেবে হাসপাতালটিতে সম্পৃক্ত ছিলেন। ওই মিথ্যা সংবাদের কারণে ড. মহীউদ্দীন খান আলমগীরের প্রায় ১০০ কোটি টাকার মানহানি হয়েছে। এ কারণে মামলাটি করা হয়।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ মো. কামাল হোসেন মামলাটি আমলে নিয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপারকে অভিযোগ তদন্তপূর্বক প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন।

সুরভীর বাসায় নাহিদ ইসলাম
  • ০৬ জানুয়ারি ২০২৬
জামিনে মুক্তির পর থানায় দুঃখ প্রকাশ বৈষম্যবিরোধী নেতাকর্মীদ…
  • ০৬ জানুয়ারি ২০২৬
আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
  • ০৫ জানুয়ারি ২০২৬
প্যাথলজিক্যাল ল্যাব রিপোর্টে হাতে স্বাক্ষর বাধ্যতামূলক
  • ০৫ জানুয়ারি ২০২৬
মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কা, নিহত ২
  • ০৫ জানুয়ারি ২০২৬
পাহাড়ের দুর্গম স্থানে অস্ত্র কারখানা সন্ধান, বিপুল পরিমাণ স…
  • ০৫ জানুয়ারি ২০২৬