বেরোবি কর্মকর্তা রিয়াজুল ইসলাম বরখাস্ত

২৭ আগস্ট ২০২০, ০৯:৫৪ AM

© সংগৃহীত

চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কর্মকর্তা রিয়াজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বরখাস্তকৃত কর্মকর্তা হলেন অর্থ ও হিসাব শাখার উপ-পরিচালক।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেন্না মুস্তফা কামাল স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র তাবিউর রহমান প্রধান।

তিনি বলেন, চেক জালিয়াতির মামলায় রংপুর জেলা ও দায়রা জজ আদালত রিয়াজুলকে ছয় মাসের কারাদণ্ড ও সাত লাখ টাকা জরিমানা করায় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, রিয়াজুল ইসলাম তার ব্যক্তিগত প্রয়োজনে ২০১৮ সালের ৩০ জুলাই সিরাজুল ইসলাম মিঠু নামে এক ব্যক্তির কাছ থেকে সাড়ে সাত লাখ টাকা ধার নিয়ে প্রমাণ হিসেবে একটি চেক দেন। পরে তিনি টাকা পরিশোধে টালবাহানা করতে থাকেন এবং তার দেওয়া চেকটি ব্যাংকে ডিজঅনার হয়।

এ অবস্থায় চেক জালিয়াতির মামলা করেন মিঠু। পলাতক থাকায় রিয়াজুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬