ফাঁকা ফ্ল্যাটে ৩ দিন ধরে চোর, মদ খেয়ে নেচে গ্রেফতার

  © সংগৃহীত

রাজধানীর গুলশানের খালি বাসায় চোর ঢুকেছে। আমেরিকায় বসে সিসিটিভি ক্যামেরায় তা দেখে এক সহকর্মীকে জানান মার্কিন নাগরিক রিক হাবার্ড। পরে ওই সহকর্মী গুলশান থানা পুলিশকে অবগত করলে অভিযান চালিয়ে পুলিশ ওই চোরকে গ্রেফতার করে।

ঘটনাটি ঘটেছে গত শনিবার রাত ১০টার দিকে গুলশানের ৭৯ নম্বর সড়কের ১৫ নম্বর বাসায়।

দীর্ঘদিন ধরে ক্যাফে বন্ধ থাকায় যুক্তরাষ্টে যান গুলশানের ফ্ল্যাটটির মালিক নর্থ অ্যান্ড কফির ব্যবস্থাপনা পরিচালক যুক্তরাষ্ট্রের রিচার্ড হাবার্ড। তবে যুক্তরাষ্টে ঘরে বসেই ঘরটি নিরাপদে আছে কি না মোবাইল ফোন থেকে নিয়মিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতেন রিচার্ড। তবে গত শনিবারের ফুটেজে হঠাৎ দেখতে পেলেন কেউ তার ঘরে হাঁটাহাঁটি করছে। ফ্রিজ থেকে খাবার ও ওয়াইন নিয়ে টেবিলে রেখে এক যুবকের নাচের দৃশ্য দেখে অবাক তিনি।

এদিকে বাসাটিতে পুলিশ আভিযান চালালে, পুলিশের উপস্থিতি টের পেয়ে লুকিয়ে ছিল মাসুম। সে মাদকাসক্ত এবং পেশায় চোর। পরে রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হয় মাসুমকে।

পুলিশ সূত্র জানায়, চুরির জন্য এসে বাড়িতে ঢুকে প্রচুর খাবার দেখে সে। চুরির কথা ভুলে তিনদিন থাকে। ঘরের খাবারগুলো খেয়ে এই খালি ফ্ল্যাটে আরও কয়েকদিন থেকে যাওয়ার পরিকল্পনা করেছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাসুমকে ধরার অভিযানে উপস্থিত থাকা গুলশান থানার ইন্সপেক্টর আমিনুল ইসলাম।

তিনি বলেন, ‘মাসুমের বিরুদ্ধে ঢাকার একাধিক থানায় মামলা রয়েছে। চুরির জন্য গ্রেফতার হয়েছিল একবার। আচার-আচরণ দেখে ধারণা করা হচ্ছে তার মানসিক সমস্যা থাকতে পারে। সে ফুটপাথে থাকে, ফ্ল্যাট খালি পেয়ে এখানে থেকে গিয়েছিল। সিসিটিভি ক্যামেরায় আমরা ফ্ল্যাটটিতে তার খাওয়ার দৃশ্য দেখতে পাই।

এদিকে গুলশান থানা পুলিশ জানায়, এ ঘটনায় ফ্ল্যাটটির মালিক নর্থ অ্যান্ড কফির ব্যবস্থাপনা পরিচালক যুক্তরাষ্ট্রের রিচার্ড হাবার্ড এ বিষয়ে আইনি কোনও পদক্ষেপ নিতে রাজি হননি।


সর্বশেষ সংবাদ